প্রতিদিনের ডেস্ক
বৃষ্টিবিঘ্নিত ও হতাশাজনক প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছে ভারত। শুভমান গিলের ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই পার্থে ভারত হেরে যায় সাত উইকেটে। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ব্যর্থ ছিল দলটি। ভারতের ব্যাটাররা একের পর এক ব্যর্থ হতে থাকেন। সিনিয়র তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা দুজনই ব্যর্থ হন, আর গিল নিজেও ১৮ বলে মাত্র ১০ রান করে ফেরেন সাজঘরে। কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন কেএল রাহুল, অক্ষর প্যাটেল ও নীতিশ কুমার রেড্ডি। তাদের কল্যাণে ভারত বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৩৬ রানে তোলে। তবে ২৬ ওভারে ১৩১ রানের ডিএলএস লক্ষ্য তাড়া করতে কোনো সমস্যা হয়নি অস্ট্রেলিয়ার। ভারতীয় বোলাররা চাপ তৈরি করতে ব্যর্থ হন। আর্শদীপ সিং, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট নেন, তবে হার্ষিত রানা ছিলেন উইকেটশূন্য। এই বাজে পারফরম্যান্সের পর ভারতীয় বোলারদের তীব্র সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। নিজের ইউটিউব চ্যানেলে কাইফ বলেন, ‘এই দলে অনেক পার্ট-টাইম বোলার ছিল। নীতিশ রেড্ডি পূর্ণাঙ্গ বোলার নয়, এমন উইকেটে সুন্দরও না। হার্ষিত রানা হতাশ করেছে। ম্যাচ জেতানো বোলারদের দায়িত্ব ছিল, কিন্তু তারা তা পারেনি। সব সময় কি শুধু বুমরাহ আর শামির ওপরই নির্ভর করবে?’ এখানেই থেমে থাকেননি কাইফ। শুভমান গিলের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি, বিশেষ করে কুলদীপ যাদবকে একাদশের বাইরে রাখায়। ‘এটা ছিল বোলারদের ও গিলেরও পরীক্ষা। কিন্তু সে কুলদীপকে খেলায়নি। উইকেট নেওয়ার বোলারকে বাদ দিয়েছে। শেন ওয়ার্ন অস্ট্রেলিয়ায় সফল ছিল, কুলদীপও হতে পারত। কুনেমান দুই উইকেট নিয়েছে, অথচ আমরা মানের সঙ্গে আপস করেছি,’ বলেন কাইফ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে টিকে থাকতে এখন দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প নেই ভারতের সামনে। ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

