৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ 

অবশেষে দুঃখ-খ্যাত ভবদহের ৬ নদী পুনঃখনন শুরু করলেন সেনাবাহিনী

মিঠুন দত্ত, অভয়নগর
যশোরের দুঃখ খ্যাত ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে ও নদীর নাব্য ফিরিয়ে আনতে এ অঞ্চলের ছয় নদীর ৮১.৫ কিলোমিটার খনন শুরু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) ১৪০ কোটি টাকা ব্যয়ে এই কাজের উদ্বোধন করেছেন সেনাবাহিনী। অভয়নগর উপজেলার ভবানিপুর গ্রামের ২১ ভেন্টের পাশে এ উপলক্ষ্যে স্টেকহোল্ডারদের সাথে পানি উন্নয়ন বোর্ড ও সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডিয়ার এর সাথে এ সভা হয়। সভা চলাকালে ভার্চুয়ালি যুক্ত হন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এসময় বলেন, ভবদহ সমস্যা অনেক জটিল হয়েছে। সেই দুঃখ, যন্ত্রণা লাঘবের চেষ্টা করছি। সমস্যা সমাধানে নদীর নাব্য বাড়াতে হবে। ছয়টি নদী খনন করতে হবে। সমস্যা বিবেচনায় স্বল্প, মাঝারি ও দীর্ঘ মেয়াদে ভাগ করে আপনাদের সাথে নিয়ে সেনাবাহিনী কাজ করবে। এ সময় বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম, সেনাবাহিনীর প্রকল্প পরিচালক লেঃ কর্ণেল মামুন উর রশিদ, প্রকল্প পরিচালক (পাউবো) বিএম আব্দুল মোমেন, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবীর জাহিদ, মণিরামপুর ইউএও নিশাত তামান্না প্রমুখ। সঞ্চালনায় প্রকেীশলী পলাশ ব্যানার্জী। সেনাবাহিনীর প্রকল্প পরিচালক লেঃ কর্ণেল মামুন উর রশিদ বলেন, ১১ নভেম্বর নদীতে ক্রস বাধ দিয়ে খনন শুরু হবে। আমরা কাজে বিশ্বাসী। আপনাদের আবেগ আমরা বুঝি। আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের আকাঙখা অনুযায়ী কাজ করা হবে। গত ২৩ সেপ্টেম্বর ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে পাউবো এবং সেনাবাহিনীর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ১৪০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের যশোর ও খুলনা অঞ্চলের হরিহর নদীর ৩৫ কিমি, হরি-তেলিগাতি নদীর ২০ কিমি, আপারভদ্রা নদীর ১৮.৫ কিমি, টেকা নদীর ৭ কিমি ও শ্রী নদীর ১ কিলোমিটারসহ ছয়টি নদীর ৮১.৫ কিমি পুনঃখনন করবে সেনাবাহিনী।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়