৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ 

তালায় অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় এক যুবক আটক

আলমগীর হোসেন, পাটকেলঘাটা
তালা উপজেলার বারাত গ্রামের ২ কন্যা সন্তানের জননী সুমি খাতুনের সাথে আপত্তিকর অবস্থায় গত ২৩ অক্টোবর রাত ১০ টার সময় স্হানীয় জনগনের হাতে আটক একই গ্রামের আফসার আলী গাজী পুত্র মিরাজ গাজী (১৮)। সুত্রে জানা যায় সুমি বেগমের স্বামী চাকরি করায় তিনি বেশিরভাগ সময় বাড়িতে না থাকার কারনে এই সুযোগকে কাজে লাগিয়ে একই গ্রামের মিরাজ গাজীর সাথে অনৈতিক কাজে লিপ্ত হয়ে পড়ে সুমি খাতুন। এ বিষয়ে সুমি খাতুনের কাছে জানতে চাইলে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক-এর মাধ্যমে তাদের পরিচয় হয়। দীর্ঘ ১ বছর চলছে এ অনৈতিক সম্পর্ক। আনোয়ার হোসেন বলেন, আমি বাড়িতে না থাকায় সেই সময় বাড়ি ফাঁকা থাকায় নিয়মিত চলতো তাদের অবাধ মেলামেশা। এ বিষয়ে আমি প্রতিবাদ করতে গেলেই আমার চাকরি খাওয়ার হুমকি দিতো। সে জন্য আমি জানার পরেও কড়া কোনো পদক্ষেপ নিতে পারতাম না। এ ঘটনায় পরদিন ২৪ অক্টোবর ভুক্তভোগী তালা থানায় লিখিত এজাহার দায়ের করেন। মামলা নং–১০, ধারা–নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(৪)(খ)। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়