প্রতিদিনের ডেস্ক
বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ভিডিও গেমের তালিকায় শীর্ষে আছে ‘মাইনক্রাফট’।বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ভিডিও গেমের তালিকায় শীর্ষে আছে ‘মাইনক্রাফট’। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে গত এপ্রিলের হালনাগাদ তথ্যানুযায়ী, এখন পর্যন্ত ৩৫ কোটি কপি বিক্রি হয়েছে গেমটির। তালিকায় এর পরেই আছে ‘গ্র্যান্ড থেফট অটো ভি’ বা জিটিএ ফাইভ এবং ‘টেট্রিস’। মোজাং স্টুডিওজ প্রকাশিত জনপ্রিয় স্যান্ডবক্স ভিডিও গেম মাইনক্রাফট উন্মোচন হয় ২০১১ সালে। পিসি, এক্সবক্স, প্লেস্টেশন,মোবাইলসহ একাধিক প্লাটফর্মে গেমটি খেলার সুযোগ করে দেয়ার পর এর বিক্রি বাড়তে শুরু করে। মাইনক্রাফট ২০২৩ সালে ইতিহাসের প্রথম গেম হিসেবে ৩০ কোটি কপির বিক্রি রেকর্ড অর্জন করে। খবর মোজাং

