প্রতিদিনের ডেস্ক
জনপ্রিয় পরিচালক, প্রযোজক ও অভিনেতা করণ জোহর এবার নিজের গোপন কথা ফাঁস করলেন। সম্প্রতি টুইঙ্কেল খান্নার পডকাস্টে অংশ নিয়ে নিজের ব্যক্তিগত জীবনের সব অজানা তথ্য প্রকাশ করে দিলেন তিনি।
পডকাস্ট অনুষ্ঠানে একটি মজার খেলায় পরিচালককে প্রশ্ন করা হয় যে, এমন দুটি বিষয় বলতে হবে, যার মধ্যে একটি সত্যি ঘটনা থাকবে এবং অন্যটি মিথ্যা থাকবে। টুইঙ্কেল খান্নার এমন প্রশ্নের উত্তরে করণ জোহর বলেন, ২৬ বছর বয়সে তিনি ‘ভার্জিনিটি’ হারিয়েছিলেন এবং জাহ্নবী কাপুরের পরিবারের এক সদস্যের সঙ্গে তার সম্পর্ক ছিল। সেদিন অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। পরিচালক করণ জোহরের এমন কথা শুনে চমকে ওঠেন তিনি। তবে করণ জোহর এ কথা বলার কিছুক্ষণ পরেই হাসতে হাসতে বলেন, প্রথম তথ্যটি সত্যি হলেও দ্বিতীয়টি কথাটি পুরোপুরি মিথ্যা ছিল। এটি খেলার নিয়মের খাতিরেই এমনটি বলেছেন বলে জানান পরিচালক। এ সময় স্বস্তির হাসি ফুটে ওঠে জাহ্নবী কাপুরের মুখে।
উল্লেখ্য, করণ জোহর ও জাহ্নবী কাপুরের সম্পর্ক বরাবরই বন্ধুত্বপূর্ণ। করণের প্রযোজনায়ই বলিউডে অভিষেক হয়েছিল অভিনেত্রীর। সম্প্রতি করণের ‘হোমবাউন্ড’ সিনেমাতেও অভিনয় করেছেন জাহ্নবী কাপুর।

