১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

প্রোটিয়া নারীদের পাত্তাই দিল না অজিরা

প্রতিদিনের ডেস্ক
ইন্দোরে অনুষ্ঠিত নারী বিশ্বকাপের ২৬তম ম্যাচে দক্ষিণ আফ্রিকা নারী দল মুখোমুখি হয়েছিল শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্রোটিয়া দলের বিপক্ষে ৭ উইকেটে সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। টস জিতে আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা মাত্র ২৪ ওভারে গুটিয়ে যায় ৯৭ রানে। দলের পক্ষে অধিনায়ক লরা উলভার্ট ৩১ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও বাকি ব্যাটাররা ছিলেন একেবারেই ব্যর্থ। বাকিদের মধ্যে মাত্র দুজন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন৷ এরমধ্যে সিনালো ২৯ ও নাদিন ডি ক্লার্ক ১৪ রান যোগ করেন। বাকিদের সবাই যোগ দেন ব্যর্থতার মিছিলে। অস্ট্রেলিয়ার হয়ে স্পিনার আলানা কিং দাপট দেখিয়ে ৭ ওভারে মাত্র ১৮ রান দিয়ে তুলে নেন ৭টি উইকেট। যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এছাড়া মেগান স্কাট, কিম গার্থ ও অ্যাশলি গার্ডনার নেন একটি করে উইকেট। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ১৬.৫ ওভারেই ৩ উইকেট হারিয়ে ৯৮ রানে পৌঁছে যায়। ওপেনার ফিবি লিচফিল্ড দ্রুত আউট হলেও জর্জিয়া ভল (অপরাজিত ৩৮) ও বেথ মুনি (৪২) সহজ ব্যাটিংয়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। শেষদিকে অ্যানাবেল সাদারল্যান্ড ৪ বলে ১০ রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে মারিজান ক্যাপ, নাদিন ডি ক্লার্ক ও মাসাবাতা ক্লাস নেন একটি করে উইকেট। পয়েন্ট টেবিলে শীর্ষ স্থানে আছে অস্ট্রেলিয়া। ১৯৯ বল হাতে রেখে এই জয়ে অস্ট্রেলিয়া নারী দল বিশ্বকাপের পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করেছে বেশ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকেই।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়