১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে রান্না ঘরে পুঁতে রাখা পিস্তল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
যশোরে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রাম থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। যশোরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসনাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দৌলতদিহি গ্রামের একটি বাড়িতে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। এরপর তিনি নিজে উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন। এসময় গ্রামের শাকিল হোসেনের বাড়ির রান্না ঘরের মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় একটি পিস্তল উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে অস্ত্রটি দেশি না বিদেশি—তা নিশ্চিত করে বলা সম্ভব হয়নি।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রের মালিক শাকিল হোসেন পালিয়ে যায়। সে ওই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। এলাকাবাসীর অভিযোগ, শাকিল দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে। শাকিলের মা সখিনা বেগম বলেন, এক সপ্তাহ আগে আমার ছেলে রান্না ঘরে পিস্তলটি পুঁতে রাখে। আমি ঘটনাটি দেখেছিলাম, কিন্তু ভয়ে কাউকে কিছু বলিনি। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়