প্রতিদিনের ডেস্ক
পর্তুগিজ মহাতারকা আগেই বলেছিলেন এক হাজার গোল না করে থামবেন না তিনি। এবার লক্ষ্যের দিকে আরেক ধাপ এগিয়ে গেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। শনিবার রাতে ফুটবল বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ৯৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। সৌদি প্রো লিগে শনিবার রাতে ২-০ গোলে জিতেছে আল নাসর। দলের হয়ে অপর গোলটি করেছেন আরেক পর্তুগিজ তারকা জোয়াও ফেলিক্স। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে রোনালদো লিখেছেন, ‘দলকে সাহায্য করতে পেরে এবং ৯৫০ গোল করতে পেরে আমি অনন্দিত। সব সময় আরো বেশি কিছুর জন্য ক্ষুধার্ত।’ আইএফএফএইচএসের হিসাব অনুযায়ী, ক্যারিয়ারে ৯৫০ গোল করা রোনালদোর আশপাশে নেই কেউ। এমনকি কোনো ফুটবলারের নেই ৯০০ গোলও! ৮৯১ গোল করে তালিকার দ্বিতীয় স্থানে আছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এ ছাড়া ৭৬২ গোল করে তালিকার তৃতীয় স্থানে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ও তিনবারের বিশ্বকাপজয়ী পেলে। আইএফএফএইচএস জানিয়েছে, পেলে ১৩৬৩টি খেলায় ১২৮১টি গোল করে ফুটবলে সর্বাধিক ক্যারিয়ার গোলের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মালিক। তবে এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে অনানুষ্ঠানিক প্রীতি ম্যাচ এবং ট্যুরের গোল।

