১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

হাকিমির জোড়া গোল শীর্ষে ফিরলো পিএসজি

প্রতিদিনের ডেস্ক
আশরাফ হাকিমির জোড়া গোল এবং বদলি নামা দেজিরে দুয়ের শেষ মুহূর্তের গোলে ব্রেস্তকে তাদেরই মাঠে ৩-০ ব্যবধানে হারিয়ে ফরাসি লিগ আঁ-এর শীর্ষস্থান পুনরুদ্ধার করলো প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি)। ম্যাচের শুরুতেই পিএসজিকে এগিয়ে দেন হাকিমি। ভিতিনিয়ার মাঝমাঠ থেকে বাড়ানো একটি দুর্দান্ত লফটেড থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে মৌসুমে নিজের প্রথম গোলটি করেন মরক্কান এই ফুল-ব্যাক। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন হাকিমি। বক্সের ভেতরে অত্যন্ত দুরূহ কোণ (টাইট অ্যাঙ্গেল) থেকে নেওয়া জোরালো শটে তিনি নিজের দ্বিতীয় গোলটি পূর্ণ করেন। বিরতির পর ব্রেস্ত ম্যাচে ফেরার দারুণ এক সুযোগ পায়। ভিএআর পর্যালোচনার পর পিএসজির বক্সে হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় স্বাগতিকরা। কিন্তু রোম্যাঁ দেল কাস্তিয়োর নেওয়া সেই স্পট-কিক বারের অনেক ওপর দিয়ে চলে গেলে ব্যবধান কমানো সম্ভব হয়নি। এই ম্যাচ দিয়েই হ্যামস্ট্রিংয়ের ইনজুরি কাটিয়ে আগস্টের পর প্রথমবার লিগ ম্যাচে মাঠে নামেন ব্যালন ডি’অর জয়ী তারকা উসমান দেম্বেলে। বদলি হিসেবে নেমে গোল করে নিজের ফেরা স্মরণীয় করে রাখার সুযোগও পেয়েছিলেন তিনি, কিন্তু ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার শটটি লক্ষভ্রষ্ট হয়। ম্যাচের ইনজুরি টাইমে দুয়ের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। তবে হাল ছাড়েননি এই তরুণ ফরোয়ার্ড, ম্যাচের একেবারে শেষ কিকে বক্সের ভেতর থেকে বল জালে জড়িয়ে পিএসজির বড় জয় নিশ্চিত করেন তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়