১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি মঙ্গল, গ্রহপিতা রবি ও গ্রহমাতা চন্দ্রের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মেষ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। শ্রমিক-কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। দূর থেকে শুভ সংবাদ আসবে। ক্যারিয়ার ব্যবসা অর্থভাগ্য চমকে দেবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। নতুন নতুন স্বপ্ন পূরণ হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালংকার আসতে পারে। দুর্ভাগ্য দূর হয়ে সুদিনের সূর্য ফোকাস মারবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। মিথ্যা দুর্নাম, বদনাম কলঙ্ক চাপতে পারে। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক হবে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালংকার আসবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। প্রেমীযুগলের প্রেমের তাজমহল রচিত হবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
বিষাক্ত কীটপতঙ্গ থেকে বাঁচতে সতর্ক থাকুন। শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি জাগ্রত হবে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন। কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে। শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে দূরে সরিয়ে দেবে। স্বাস্থ্যবিধি মেনে চলুন।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শিক্ষার্থীদের মনোবাসনা পূরণ করবে। মামলা মোকদ্দমায় জয়ী করবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। হারানো পিতৃমাতৃ, ধনসম্পদ, সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
জমিজমা-সংক্রান্ত গোলযোগ মীমাংসা হবে। অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। মালিক ভাড়াটিয়া মতানৈক্য দূর হবে। জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন। কন্যাসন্তানদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
দ্রুতগতির বাহন বর্জনীয়। ধৈর্য, সাহস, মনোবল বাড়বে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ক্যারিয়ার ব্যবসা অর্থভাগ্য চমকে দেবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূরণ হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। ভাইবোনদের পূর্ণ সহযোগিতা পাবেন।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
শূন্য পকেট পূর্ণ হবে। ধারকর্জ ঋণমুক্ত হবেন। বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়িত হবে। শিক্ষার্থীরা পরিশ্রমী অধ্যবসায়ী হলে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। নিঃসন্তানদের মুখে হাসি ফুটবে। ব্যাংক ব্যালান্স বাড়বে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভফল প্রদান করবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। দুর্যোগের মেঘ কাটবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালংকার আসবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। সুনাম যশ প্রতিষ্ঠার পথ খুলবে। শত্রু ও বিরোধীরা পরাস্ত হয়ে পড়বে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি পাবেন।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
ব্যবসাবাণিজ্যে লোকসান গুনতে হবে। আয় বুঝে ব্যয় করুন। অমাবস্যার অন্ধকার জেঁকে বসবে। সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট হবে। ঘুষ উৎকোচসহ দুই নম্বরি কাজ থেকে দূরে থাকুন। দাম্পত্য ঐক্য রক্ষা করা কঠিন হবে। শিক্ষার্থীদের মন অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট থাকবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ আসবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। প্রেমীযুগলের প্রেমের স্বীকৃতি মিলবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে। নিত্যনতুন ব্যবসার পরিকল্পনা বাস্তবায়িত হবে। সুখ ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসবেন। শিক্ষার্থীদের জন্য মাইলফলক হয়ে থাকবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। শুত্রু ও বিরোধী পক্ষকে পরাস্ত করবেন। মামলা মোকদ্দমায় জয়ী করবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়