১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ 

ছড়া: ভূত তাড়াতে

আমির খসরু সেলিমের 
ভূত তাড়াতে সর্ষে আনা-
তার ভেতরেই ভূত,
অনেক হিসেব মিলছে না-যে
মন করে খুঁত-খুঁত।
মাছ ঢাকতে শাকের আড়াল
লাগছে না-তো আর,
কান কেটে সব একসারিতে
দাঁড়িয়ে লাগাতার।
কান নিয়েছে চিলে শুনেই
হামলে সবাই পড়ে,
আজব আজব গুজবগুলো
উটকো লোকে গড়ে।
উধোর বোঝা বুধোর ঘাড়ে
এখন এটাই রীতি
বেকুবগুলো ভালোই তো বেশ
লিখছে ‘রবির’ গীতি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়