১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

ইংল্যান্ডকে হারিয়ে এক যুগের অপেক্ষা ফুরাল নিউজিল্যান্ড

প্রতিদিনের ডেস্ক
অবশেষে অপেক্ষা ফুরাল নিউজিল্যান্ডের। দীর্ঘ এক যুগ ধরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে না পারার অপেক্ষা। এক ম্যাচ হাতে রেখে সেই অপেক্ষা আজ হ্যামিলন্টনে ঘুঁচিয়েছে স্বাগতিকরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে বড় ব্যবধানের জয় পেয়েছে কিউইরা। প্রতিপক্ষ ইংল্যান্ডকে ১০১ বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়েছে তারা। ১৭৬ রান তাড়ার শুরুটা ধাক্কায় হলেও রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেলের জোড়া ফিফটিতে সহজ জয় পায় নিউজিল্যান্ড। দলীয় খাতায় রান যোগ না হতেই ‘ডাক’ মেরে আউট হন ওপেনার উইল ইয়াং।  কেন উইলিয়ামসনের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪২ রানের জুটি গড়ে ধাক্কা সামলান রাচিন। ব্যক্তিগত ২১ রানে কেন আউট হওয়ার পর মিচেলের সঙ্গে গড়েন ৬৩ রানের জুটি তিনি। ফিফটি করার পর ৫৪ রানে ওপেনার রাচিন আউট হলেও জয় নিয়ে মাঠ ছেড়েছেন মিচেল। তার অপরাজিত ৫৬ রানের বিপরীতে শেষ দিকে ২০০ স্ট্রাইক রেটে অপরাজিত ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন অধিনায়ক মিচেল স্যান্টনার। সিরিজ জয়ের কাজটা অবশ্য বলা যায় আগেই সেরে রেখেছেন নিউজিল্যান্ডের বোলাররা। বিশেষ করে ব্লিয়ার টিকনার। ২ বছরের বেশি সময় পর ওয়ানডে খেলতে নেমেই বাজিমাত করেছেন এই পেসার। তার পেস তোপেই ১৭৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ৩৪ রানে সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি। তার ধাক্কার আগে অবশ্য নাথাম স্মিথ-জ্যাকব ডাফিরা ইংল্যান্ডের ব্যাটারদের শুরুতে দাঁড়াতে দেননি। সর্বোচ্চ ৪২ রান করা জেমি ওভারটন ব্যাটিংয়ে নেমেছিলেন আটে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি আগামী ১ নভেম্বর ওয়েলিংটনে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়