১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

‘ইউক্রেন যুদ্ধ এক বছরের মধ্যে থামবে’

প্রতিদিনের ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিভ সৌদি আরবে একটি বিনিয়োগ সম্মেলনে বলেছেন, ইউক্রেনে যুদ্ধ এখন থেকে এক বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে। দিমিত্রিভ গত সপ্তাহান্তে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরে এই মন্তব্য করেন। ট্রাম্প ও পুতিনের মধ্যে একটি শীর্ষ সম্মেলন স্থগিত করার ঘোষণার পরই তিনি যুক্তরাষ্ট্র সফর করেছিলেন। সৌদি রাজধানী রিয়াদে দর্শকদের উদ্দেশ্যে রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের সিইও দিমিত্রিভ বলেন, ‘আমরা নিশ্চিত যে আমরা শান্তির পথে রয়েছি এবং শান্তি স্থাপনকারী হিসেবে আমাদের এটি অবশ্যই বাস্তবে পরিণত করতে হবে।’ ইউক্রেনে এক বছরের মধ্যে শান্তি সম্ভব কিনা—এমন প্রশ্নের জবাবে দিমিত্রিভ বলেন, ‘আমি তাই বিশ্বাস করি।’ যুক্তরাষ্ট্রে থাকার সময় দিমিত্রিভ বলেছিলেন, যুদ্ধ নিয়ে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র ‘কূটনৈতিক সমাধানের’ কাছাকাছি রয়েছে। দিমিত্রিভ প্রাকৃতিক সম্পদের বিশ্বের শীর্ষ অধিকারী হিসেবে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও রাশিয়ার মধ্যে সহযোগিতার প্রশংসা করেন বলেন, এই ধরনের সহযোগিতা বিশ্বকে আরো নিরাপদ করবে। দিমিত্রিভ বলেন, ‘মানুষ এখন রাশিয়ার চারপাশে বিদ্যমান আঞ্চলিক সংঘাতের ওপর মনোযোগ দিচ্ছে, তবে আমরা চাই না এটি আরো বড় সংঘাতে পরিণত হোক। আর তার জন্য আমাদের এখন পর্যন্ত যা করেছি, তার চেয়ে আরো ভালো করতে হবে, খারাপ নয়।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়