১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ 

এবার ফোনের স্টোরেজ সামলাবে হোয়াটসঅ্যাপ

প্রতিদিনের ডেস্ক:
কমবেশি সবাই এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। হোয়াটসঅ্যাপে ছবি-ভিডিওসহ বড়-ছোট ফাইল আদান-প্রদান করেন। এসব ছবি, ভিডিও, ফাইল জমা হতে থাকে ফোনের স্টোরেজে। ফলে অল্পদিনেই ফোনের স্টোরেজ ভরে যায়। তখন বাধে বিপত্তি। জরুরি কোনো কিছু আর সেভ করা যায় না।এবার এই সমস্যার সমাধান আনলো হোয়াটসঅ্যাপ। এখন থেকে ফোনের স্টোরেজ সামলাবে হোয়াটসঅ্যাপ। এবার এক এমন ফিচারের দেখা মিলল যার সাহায্যে ব্যবহারকারীরা চ্যাট ও ফোনের স্টোরেজ ম্যানেজ করতে পারবে।ফিচারটির আসার পর স্ক্রিনে এমন এক অপশন দিচ্ছে, যার সাহায্যে ব্যবহারকারীরা সোজাসুজি ডাটা ও স্টোরেজ সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন। এবং তা নিয়ন্ত্রণও করতে পারবেন। অর্থাৎ হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার ব্যবহারকারীদের চ্যাটে প্রাপ্ত বড় ফাইলগুলো দেখতে, বাছাই করতে এবং ডিলিট করার অনুমতি দেবে।ব্যবহারকারীরা এখন মিডিয়া দ্রুত ফাইল খুঁজতে গিয়ে নানা বিকল্প পাবেন। এর মধ্যে সবচেয়ে নতুন, সবচেয়ে পুরোনো ও বৃহত্তম ফাইল, এইভাবে নিজের পছন্দমতো বেছে নিতে পারবেন তারা। ফলে চ্যাটের মধ্যে কোন ফাইলগুলো সবচেয়ে বেশি স্টোরেজ দখল করছে তা নির্ধারণ করা যাবে সহজেই।প্রথমে অ্যান্ড্রয়েডের ২.২৫.৩১.১৩-এর পরে আইওএসেও এসে গিয়েছে। আপাতত এই আপডেট বিটাতেই পাওয়া যাচ্ছে। এবং দ্রুতই তা সব ব্যবহারকারীদের জন্য চালু হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়