প্রতিদিনের ডেস্ক
মঙ্গলবার বাল্টিক সাগরের ওপর আন্তর্জাতিক আকাশসীমায় উড়তে থাকা একটি রুশ বিমানকে আটক করেছে পোল্যান্ডের যুদ্ধবিমান। পোল্যান্ডের সেনাবাহিনী বুধবার এই খবর জানিয়েছে। বিমানটি কোনো ফ্লাইট পরিকল্পনা ছাড়াই এবং ট্রান্সপন্ডার বন্ধ করে আন্তর্জাতিক আকাশসীমায় নজরদারি অভিযান চালাচ্ছিল।
সেপ্টেম্বরে তিনটি রাশিয়ান সামরিক বিমান ১২ মিনিটের জন্য এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করার পর থেকে ন্যাটোর পূর্ব প্রান্তের দেশগুলো সম্ভাব্য আকাশসীমা অনুপ্রবেশের জন্য উচ্চ সতর্কতায় রয়েছে। এর আগে ২০টিরও বেশি রুশ ড্রোন পোলিশ আকাশসীমায় প্রবেশ করেছিল। পোলিশ সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ড জানিয়েছে, ‘পোলিশ যুদ্ধবিমানগুলো আন্তর্জাতিক আকাশসীমায় উড়তে থাকা একটি ২-২০ বিমান (রুশ নজরদারি বিমান) আটক করে। বিমানটি পরিকল্পনা জমা দেয়নি এবং এর ট্রান্সপন্ডারও বন্ধ ছিল। তবে এটি পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেনি।’ পোলিশ সেনাবাহিনীর অপারেশনাল কমান্ডের মুখপাত্র জ্যাসেক গোরিসজেভস্কি বেসরকারি সম্প্রচারক পিভিএন২৪-কে বলেছেন, ‘এই ঘটনাটি দেখিয়েছে যে আমরা আমাদের আকাশসীমা রক্ষায় সম্পূর্ণ সতর্ক আছি, যেন কোনো লঙ্ঘন না ঘটে।’ গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর জেনারেল এবং ন্যাটোর ইউরোপীয় সর্বাধিনায়ক অ্যালেক্সাস গ্রিনকেভিচ রয়টার্সকে বলেন, গত মাসে পোল্যান্ড ও এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় ন্যাটোর কঠোর প্রতিক্রিয়া দেখে রাশিয়া কিছুটা নিরুৎসাহিত হয়েছে। তবে মস্কো সীমান্ত পরীক্ষা চালিয়ে যাবে বলে তিনি আশঙ্কা করছেন। সুত্র : রয়টার্স

