১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ 

আদালত চত্বরে মারধর : জামিন পেলেন বিএনপি নেতা সাখাওয়াত

প্রতিদিনের ডেস্ক:
নারায়ণগঞ্জে আদালত চত্বরে বাদীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় করা মামলা থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ ছয় আসামি জামিন পেয়েছেন।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুমের আদালত এ জামিন দেন। জামিনপ্রাপ্তরা হলেন— অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, হিরন, রাসেল ব্যাপারী, খোরশেদ আলম, আল আমিন, বিল্লাল হোসেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালত চত্বরে সন্তানের সামনে মা-বাবাকে মারধরের ঘটনায় করা মামলার আসামি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ ছয়জন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন দেন।এ সময় পুলিশ কোনো রিমান্ডের আবেদন করেনি।অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, আমি ওই ঘটনায় উপস্থিত ছিলাম না। তারপরও মিথ্যা মামলায় আমাকে ফাঁসানো হয়েছে। আমি আদালতে আত্মসমর্পণ করলে আদালত আমাকে জামিন দিয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়