প্রতিদিনের ডেস্ক:
চীনের প্রেসিডেন্ট শি চিনপিং-এর সঙ্গে সাক্ষাতের পর ১০ শতাংশ শুল্ক কমালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আপনারা জানেন, ফেন্টানিল আসার কারণে আমি চীনের ওপর ২০ শতাংশ শুল্ক দিয়েছিলাম, যা একটি বড় শুল্ক।’দক্ষিণ কোরিয়া ত্যাগ করার পর এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি তা ১০ শতাংশ কমিয়ে দিয়েছি, তাই এখন এটি ২০ শতাংশ না হয়ে ১০ শতাংশ অবিলম্বে কার্যকর হবে।’
ট্রাম্প যোগ করেন, তিনি বিশ্বাস করেন যে শি চিনপিং ‘মারাত্মক মৃত্যুর প্রবাহ বন্ধ করতে কঠোর হবেন।ট্রাম্প প্রশাসন চীনের ওপর অভিযোগ করেছে যে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রে ফেন্টানিলের প্রবাহ বজায় রাখছে। ফেন্টানিল একটি ল্যাব-নির্মিত সিনথেটিক অপিওয়েড, যা হেরোইনের তুলনায় কয়েক দশ গুণ শক্তিশালী। এই মাদক এবং এর সমজাতীয় উপাদানগুলোর অপব্যবহার মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক অতিরিক্ত গ্রহণের সঙ্কট সৃষ্টি করেছে, যা প্রতিবছর হাজার হাজার আমেরিকানকে হত্যা করছে, যদিও গত বছর এই সংখ্যায় উল্লেখযোগ্য হ্রাস দেখা গেছে।বেইজিংয়ের দৃষ্টিতে, তারা আন্তর্জাতিক মানের চেয়েও কঠোর পদক্ষেপ নিয়েছে, যাতে তাদের বিশাল ফার্মাসিউটিক্যাল সেক্টর থেকে মাদক এবং এর উপাদান রপ্তানি কমানো যায়।২০১৯ সালে বেইজিং ফেন্টানিলকে একটি নিয়ন্ত্রিত মাদক শ্রেণি হিসেবে নিয়ন্ত্রণে আনে—যা বিশেষজ্ঞ এবং মার্কিন কর্মকর্তাদের মতে সরাসরি চীনা ফেন্টানিল মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমিয়েছে।

