১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

মায়ামিতে নতুন চুক্তির পর কত বেতন পাবেন মেসি

প্রতিদিনের ডেস্ক
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ২০২৫ মৌসুম শেষেই ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল লিওনেল মেসির। তার আগেই নতুন করে এই আর্জেন্টাইন মহাতারকা আরও তিন বছরের জন্য চুক্তি করেছেন। এবারও যথারীতি সর্বোচ্চ বার্ষিক বেতন পাবেন মেসি। বেসিক বেতন ও সাইনিং বোনাস হিসেবে তিনি বছরে পাবেন ২০.৪৫ মিলিয়ন ডলার বা ২৫০ কোটি ৪৩ লাখ ২৩ হাজার টাকা। ২০২৫ সালে এমএলএসে খেলা ফুটবলারদের বার্ষিক বেতনের তালিকা প্রকাশ করেছে প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (এমএলএসপিএ)। যেখানে টটেনহ্যাম ছেড়ে লস অ্যাঞ্জেলস এফসিতে নাম লেখানো দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং-মিন আছেন দুই নম্বরে। তার বেতন ১১.১৫ মিলিয়ন ডলার বা ১৩৬ কোটি ৫৪ লাখ ৩৭ হাজার টাকা। শীর্ষ তিনের ভেতর দুজনই ইন্টার মায়ামির, মেসি বাদে আরেকজন সার্জিও বুসকেটস (তিনে)। তার বেতন ৮.৭৮ মিলিয়ন ডলার বা ১০৭ কোটি ৫২ লাখ ৬ হাজার টাকা। যদিও স্প্যানিশ কিংবদন্তি বুসকেটস চলতি মৌসুম শেষেই অবসরের ঘোষণা দিয়েছেন। মায়ামির হয়ে খেলা স্পেন ও বার্সেলোনার সাবেক ডিফেন্ডার জর্দি আলবাও আছেন শীর্ষ দশে। তিনিও এমএলএসের মৌসুম শেষ হলে পেশাদার ফুটবলকে বিদায় জানাবেন। তবে শীর্ষ দশে নেই অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে মায়ামিতে নাম লেখানো আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। পারিশ্রমিকের হিসাবে শীর্ষ পাঁচে থাকা বাকি দুজন হলেন– আটলান্টা ইউনাইটেডের মিগুয়েল আলমিরন ও সান দিয়েগো এফসির হার্ভিং লোজানো।
এমএলএসের শীর্ষ বেতনভুক্ত ফুটবলার (ডলারের হিসাবে)
লিওনেল মেসি (ইন্টার মায়ামি) — ২০.৪৫ মিলিয়ন
সন হিউং-মিন (লস অ্যাঞ্জেলস) — ১১.১৫ মিলিয়ন
সার্জিও বুসকেটস (ইন্টার মায়ামি) — ৮.৭৮ মিলিয়ন
মিগুয়েল আলমিরন (আটলান্টা) — ৭.৮৭ মিলিয়ন
হার্ভিং লোজানো (সান দিয়েগো) — ৭.৬৩ মিলিয়ন
এমিল ফর্সবার্গ (নিউইয়র্ক রেড বুলস) — ৬.০৪ মিলিয়ন
জর্দি আলবা (ইন্টার মায়ামি) — ৬ মিলিয়ন
রিকুই পুইগ (এলএ গ্যালাক্সি) — ৫.৭৮ মিলিয়ন
জনাথন বাম্বা (শিকাগো) — ৫.৫৮ মিলিয়ন
হানি মুখতার (ন্যাশভিলে) — ৫.৩১ মিলিয়ন

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়