১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কেকের শেষ টুকরোতেই ভাঙল ২৫ বছরের দাম্পত্য

প্রতিদিনের ডেস্ক
এক টুকরো কেক শেষ পর্যন্ত ভাঙন ধরাল এক দম্পতির ২৫ বছরের দাম্পত্য জীবনে। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচিত একটি পোস্ট উঠে এসেছে অনলাইন আলোচনামূলক প্ল্যাটফর্ম ‘রেডিট’-এর ‘AITAH’ নামের পাতায়। সেখানে ৪৬ বছর বয়সি এক নারী জানান, দীর্ঘদিন ধরেই তার ৪৮ বছর বয়সি স্বামীর সঙ্গে নানা বিষয়ে মতবিরোধ চলছিল। বিবাহবার্ষিকী উপলক্ষে সেই সম্পর্ক মেরামতের উদ্দেশ্যে স্বামী একটি সফরের আয়োজন করেন। কিন্তু তিনি এমন একটি হোটেল বেছে নেন, যেখানে যাওয়ার বিষয়ে তারা আগে থেকেই একমত হয়েছিলেন যে কখনো যাবেন না। তবুও স্ত্রী ইতিবাচক মনোভাব ধরে রাখার চেষ্টা করেন। নারীর ভাষ্য অনুযায়ী, হোটেলে পৌঁছানোর পর স্বামীর মেজাজ আরও খারাপ হতে থাকে। তিনি স্ত্রীকে রাতের খাবারের অর্ডার দিতে বলেন। স্ত্রী তিনটি খাবার বেছে নেন এবং শেষে দুজন মিলে খাওয়ার জন্য একটি চিজকেক অর্ডার করেন। খাবারের পর স্ত্রী নিজের অংশের কেক ফ্রিজে রেখে দেন, কারণ তখন আর খেতে পারছিলেন না। স্বামী তার অংশ খেয়ে ফেলেন। পরদিন সকালে স্ত্রী দেখেন, ফ্রিজে রাখা নিজের কেকটিও নেই। জিজ্ঞেস করায় স্বামী প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করেন যে তিনিই কেকটি খেয়েছেন। এই অভিজ্ঞতা শেয়ার করার পর পোস্টটি দ্রুত ভাইরাল হয়। হাজারো ব্যবহারকারী ওই নারীর সিদ্ধান্তের পক্ষে মত দিয়ে মন্তব্য করেছেন যে, সম্পর্কের মধ্যে সম্মান ও সমান অংশীদারিত্ব না থাকলে এমন বিচ্ছেদই স্বাভাবিক পরিণতি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়