নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামে রুবেল (৩০) নামে এক যুবককে হাতুড়িপেটা করে ১ লাখ টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। আহত রুবেল ওই গ্রামের রবিউল বিশ্বাসের ছেলে এবং পেশায় একজন বাইকচালক। তিনি জানান, ইজিবাইক কেনার উদ্দেশ্যে ১ লাখ টাকা নিয়ে যশোর শহরে গিয়েছিলেন। কিন্তু ইজিবাইক না কিনে টাকা নিয়ে ফেরার পথে ঝাউদিয়া পূর্বপাড়ায় পৌঁছালে একই গ্রামের রাজু (৩৫), শফিকুল (৩৮) ও ইমরান (২২)সহ কয়েকজন তার গতিরোধ করে হামলা চালায়। এ সময় তারা রুবেলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং তার কাছে থাকা ১ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

