১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে যুবককে হাতুড়িপেটা করে ১ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামে রুবেল (৩০) নামে এক যুবককে হাতুড়িপেটা করে ১ লাখ টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। আহত রুবেল ওই গ্রামের রবিউল বিশ্বাসের ছেলে এবং পেশায় একজন বাইকচালক। তিনি জানান, ইজিবাইক কেনার উদ্দেশ্যে ১ লাখ টাকা নিয়ে যশোর শহরে গিয়েছিলেন। কিন্তু ইজিবাইক না কিনে টাকা নিয়ে ফেরার পথে ঝাউদিয়া পূর্বপাড়ায় পৌঁছালে একই গ্রামের রাজু (৩৫), শফিকুল (৩৮) ও ইমরান (২২)সহ কয়েকজন তার গতিরোধ করে হামলা চালায়। এ সময় তারা রুবেলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং তার কাছে থাকা ১ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়