নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যাসহ সারাদেশে সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং অবৈধভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে যশোর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্যরা। সংগঠনের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস. এম. ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার বিচার না হওয়া জাতির জন্য এক কলঙ্ক। তারা অভিযোগ করেন, এ হত্যাকাণ্ডের তদন্ত ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। সরকারের উচ্চপর্যায়ের প্রভাবশালী ব্যক্তিরা বিচার প্রক্রিয়াকে দীর্ঘসূত্রতায় ফেলে দিয়েছেন। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সম্পাদকরা সাংবাদিকদের সঙ্গে বেতনের নামে প্রতারণা করছেন। খাতায় কলমে বেশি বেতন দেখিয়ে পরবর্তীতে তা ফেরত নিচ্ছেন, যা সম্পূর্ণ অনৈতিক। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি বেতন দিতে না পারেন, তবে পত্রিকা বন্ধ করে দিন। সাংবাদিকদের সঙ্গে বেতন নিয়ে খেলা বন্ধ করুন। সমাবেশে অবৈধভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের দ্রুত পুনর্বহাল এবং পেশার মর্যাদা রক্ষার জন্য সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, “সাগর-রুনি হত্যার বিচার না হলে এটি সাংবাদিক সমাজের প্রতি রাষ্ট্রীয় অবহেলার প্রতিচ্ছবি হয়ে থাকবে। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক নূর ইসলাম, সাংবাদিক এম. আইউব, সাংবাদিক তৌহিদ জামান, সাংবাদিক সরোয়ার হোসেন, কাজী আশরাফুল আজাদ, সাংবাদিক আব্দুল্লাহ হুসাইন এবং তরিকুল ইসলাম তারেক প্রমুখ। বক্তারা যশোরের সাংবাদিক আর. এম. সাইফুল আলম মুকুল ও শামছুর রহমান ক্যাবেলসহ সারাদেশে নিহত সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার দাবি করেন। অন্যথায় কঠোর কর্মসূচি দিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা।

