১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আফগান কোচের দায়িত্ব ছাড়বেন ট্রট

প্রতিদিনের ডেস্ক
আফগানিস্তানের কোচ হিসেবে জোনাথন ট্রটকে মোটামুটি সফলই বলা চলে। তার অধীনে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালের খুব কাছে চলে গিয়েছিলেন রশিদ খানরা। যদিও শেষ পর্যন্ত ৬ নম্বরে থেকেই সন্তুষ্ট থাকতে হয় তাদের। এরপর গত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে আফগানিস্তান। তার অধীনে ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে আফগানিস্তান দল।
যদিও আফগানিস্তানের সঙ্গে আর বেশিদিন থাকছেন না দলটির প্রধান কোচ জোনাথন ট্রট। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আফগানিস্তানের সঙ্গে সম্পর্কের ইতি টানতে চলেছেন তিনি।আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতে এর আগে দীর্ঘদিনের নিজেদের ঘরের মাঠের ম্যাচগুলো খেলেছে আফগানিস্তান। ফলে এই কন্ডিশন তাদের ভালোভাবে চেনা। সেখানে ভালো পারফরম্যান্সের প্রত্যাশায় রয়েছেন আফগানরা।দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে ট্রট বলেন, আফগানিস্তান জাতীয় দলের সঙ্গে কাজ করা আমার জন্য এক বিশেষ সৌভাগ্যের বিষয় ছিল। তাদের আবেগ, দৃঢ়তা এবং সাফল্যের ক্ষুধা প্রত্যক্ষ করা অনুপ্রেরণাদায়ক।তিনি বলেন, আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তাতে আমি গর্বিত, এবং আমি সবসময় আফগান ক্রিকেটের সমর্থক হয়ে থাকব। আমি দলটির এবং আফগান জনগণের আগামীর সাফল্য কামনা করছি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়