মিটুন দত্ত, অভয়নগর
যশোরের অভয়নগর উপজেলার মশিয়াহাটী বাজারে সৌখিন জুয়েলার্সে ডাকাতি হয়েছে। গত রোববার গভীর রাতে দুর্বৃত্তরা অস্ত্রেরমুখে বাজারে অবস্থানকারী ৭ জনকে জিম্মি করে নগদ টাকাসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে। অভয়নগর থানা ও যশোরের গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সৌখিন জুয়েলার্সের মালিক গৌতম কর্মকার (৫০) জানান, অভয়নগর উপজেলার মশিয়াহাটী বাজারে তার সৌখিন জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকান রয়েছে। রোববার রাত ১০টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়িতে যান। রাত তিনটার দিকে বাজার থেকে এক ব্যক্তি তাকে ফোন দিয়ে জানান তার সোনার দোকানে ডাকাতি হচ্ছে। কিন্তু ভয়ে তিনি রাতে বাড়ি থেকে বের হননি। সোমবার সকালে তিনি দোকানের কলাপসিকল গেটের এক পাশ, স্টিলের শার্টারের তালা ও ভেতরে লোহার লকার ভাঙ্গা দেখতে পান। লকারের মধ্যে দুই ভরি ওজনের স্বর্ণালংকার এবং ২৪ ভরি ওজনের রূপার গহনা এবং অল্প কিছু টাকা ছিল। ডাকাতেরা সমূদয় স্বর্ণ ও রূপার গহনা নিয়ে গেছে। তিনি আর বলেন, ডাকাতেরা আমার চার লাখ টাকারও বেশি স্বর্ণালংকার এবং রূপার গহনা নিয়ে গেছে। বাজারের কয়েকজন জানান, রাত তিনটার দিকে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল মশিয়াহাটী বাজারে আসে। তাদের সবার মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। তারা অস্ত্রের মুখে একজন নারীসহ বাজারের অন্য সাতজনকে দড়ি দিয়ে পেছনে হাত বেঁধে এবং মুখে স্কশটেপ লাগিয়ে ফেলে রাখে। এরপর চারটার দিকে সৌখিন জুয়েলার্সে তারা ডাকাতি করে। এ সময় শব্দ শুনে ঘর থেকে বাইরে আসা প্রতিমা বিশ্বাসকে (৫৫) অস্ত্রের ভয় দেখিয়ে তার গলা থেকে ছয় আনা ওজনের একটি স্বর্ণের চেন নিয়ে যায়। অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, স্বর্ণের দোকানের কলাপসিবল গেট ভেঙ্গে স্বর্ন নিয়ে গিয়েছে। বিষয়টি চুরি না ডাকাতি তা তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

