২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ  । ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

অ্যাপল আনছে আইওএস ২৬.১, কমানো যাবে লিকুইড গ্লাস ইফেক্ট

প্রতিদিনের ডেস্ক
চলতি সপ্তাহে অ্যাপল আইওএস ২৬.১ আপডেট প্রকাশ করতে যাচ্ছে। এ আপডেটে একটি নতুন টগল থাকবে, যা ব্যবহারকারীদের লিকুইড গ্লাস ইফেক্ট কমাতে সাহায্য করবে।চলতি সপ্তাহে অ্যাপল আইওএস ২৬.১ আপডেট প্রকাশ করতে যাচ্ছে। এ আপডেটে একটি নতুন টগল থাকবে, যা ব্যবহারকারীদের লিকুইড গ্লাস ইফেক্ট কমাতে সাহায্য করবে। সম্প্রতি অনেক ব্যবহারকারী নতুন ডিজাইনের কারণে পড়ার অসুবিধা ও অ্যানিমেশন ল্যাগ নিয়ে অভিযোগ করেছেন। ব্লুমবার্গের মার্ক গুরম্যান জানিয়েছেন, আপডেটটি শিগগিরই ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হতে পারে। এছাড়া ভার্সনটি আরো স্থিতিশীল হবে এবং এতে নতুন অ্যাপল টিভি আইকন ও অন্যান্য ছোটখাটো বাগ ফিক্সও অন্তর্ভুক্ত থাকবে। একই সঙ্গে ডেভেলপারদের জন্য আইওএস ২৬.২-এর বেটা সংস্করণ আসতে পারে। খবর এনগ্যাজেট

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়