প্রতিদিনের ডেস্ক
আধুনিক প্রযুক্তির যুগেও বিশ্বজুড়ে ইন্টারনেট সংযোগ এখনো বেশ ভঙ্গুর অবস্থায় রয়েছে।আধুনিক প্রযুক্তির যুগেও বিশ্বজুড়ে ইন্টারনেট সংযোগ এখনো বেশ ভঙ্গুর অবস্থায় রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, সাইবার হামলা, সরকারি নিষেধাজ্ঞা ও দুর্ঘটনাজনিত কেবল ক্ষতির মতো নানা কারণে একের পর এক বিঘ্ন ঘটছে অনলাইন সংযোগে। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েব অবকাঠামো ও সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারের সদ্য প্রকাশিত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) ইন্টারনেট ডিসরাপশন প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক ইন্টারনেট অবকাঠামো এখনো অস্থিতিশীল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। খবর টেক রাডার।প্রতিবেদনের তথ্যানুযায়ী, জুলাই-সেপ্টেম্বর বিশ্বের ১২৫ দেশের ৩৩০টিরও বেশি শহরে ইন্টারনেট বিচ্ছিন্নের নানা ঘটনা রেকর্ড করা হয়েছে। এসব বিঘ্নের ঘটনার পেছনে রয়েছে ‘বহুবিধ পরিচিত কারণ’, যার মধ্যে সবচেয়ে ঘন ঘন দেখা যায় সরকারি নির্দেশে ইন্টারনেট বন্ধের ঘটনা।
ইরাক, সিরিয়া ও সুদানের মতো দেশগুলোয় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতামূলক পরীক্ষার সময় ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়, যা এখন ওই অঞ্চলে এক ধরনের নিয়মিত প্রথায় পরিণত হয়েছে। সিরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, এ পদক্ষেপের ফলে পরীক্ষায় সংগঠিত প্রতারণামূলক নেটওয়ার্ক সফলভাবে চিহ্নিত করা সম্ভব হয়েছে।ভেনিজুয়েলায় ঘটেছে তুলনামূলক ভিন্নধর্মী ঘটনা। দেশটির ইন্টারনেট সরবরাহকারী সুপারকেবল আগস্টের মাঝামাঝি লাইসেন্স হারিয়ে পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে কয়েক হাজার ব্যবহারকারী সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন।ক্লাউডফ্লেয়ার জানিয়েছে, এ ধরনের ঘটনা সাম্প্রতিক সময় বেশি ঘটতে দেখা গেছে। বেশির ভাগ ক্ষেত্রে সংযোগ স্বল্প সময়ের জন্য বন্ধ থাকে। আবার কিছু দেশে নিয়মিতভাবে নির্দিষ্ট অঞ্চলে ইন্টারনেট বন্ধের প্রবণতাও দেখা গেছে। ক্লাউডফ্লেয়ার বলেছে, এসব ঘটনা প্রমাণ করে যে বৈশ্বিক ইন্টারনেট নেটওয়ার্ক যত বড়ই হোক না কেন, এখনো তা ভঙ্গুর এবং অনাকাঙ্ক্ষিত যেকোনো ঘটনার মুখে সহজেই ভেঙে পড়তে পারে।

