২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ  । ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

ইলোন মাস্কের পক্ষপাতের অভিযোগ অস্বীকার করেছে উইকিপিডিয়া

প্রতিদিনের ডেস্ক
জনপ্রিয় অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়াকে পক্ষপাতদুষ্ট বলে সম্প্রতি অভিযোগ করেছেন ইলোন মাস্ক। বিকল্প হিসেবে তিনি চালু করেছেন নতুন ওয়েবসাইট ‘গ্রোকিপিডিয়া’। ইলোন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চ্যাটবট গ্রোকের ভিত্তিতে এটির নাম রাখা হয়েছে। তবে উইকিপিডিয়া ও এর পরিচালনাকারী সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশন এ অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, প্লাটফর্মটি স্বেচ্ছাসেবকভিত্তিক সম্পাদনা ও স্বচ্ছ নীতিমালার কারণে এখনো সবচেয়ে নির্ভরযোগ্য অনলাইন তথ্যভাণ্ডার। খবর দ্য ন্যাশনাল।
নতুন ওয়েবসাইটটিতে এরই মধ্যে ৮ লাখ ৮৫ হাজারের বেশি নিবন্ধ যুক্ত হয়েছে। যদিও এটি উইকিপিডিয়ার মোট ৭০ লাখ নিবন্ধের তুলনায় অনেক কম, তবু অক্টোবরের ২৭ তারিখে চালুর পর স্বল্প সময়ে এ সংখ্যাকে উল্লেখযোগ্য বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
উইকিপিডিয়ার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ প্রথম তোলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ডেভিড স্যাকস। এর একদিন পরই ইলোন মাস্ক ঘোষণা দেন উইকিপিডিয়ার বিকল্প তৈরি করার। তিনি জানান, নতুন সাইটটি হবে উইকিপিডিয়ার চেয়ে অনেক উন্নত। মাস্ক একে ঠাট্টার ছলে ‘ওকিপিডিয়া’ বলে উল্লেখ করেন।উইকিপিডিয়ার পক্ষপাতের অভিযোগ তুলে ইলোন মাস্ক এক পোস্টে দুটি সাইটের তুলনা করেন। তিনি সেখানে যুক্তরাষ্ট্রের ডানপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্কের জীবনী দেখান। মাস্কের দাবি, উইকিপিডিয়া কার্ককে ‘ফার-রাইট অ্যাক্টিভিস্ট’ ও ‘ষড়যন্ত্র তত্ত্বপ্রচারক’ হিসেবে উল্লেখ করেছে, যা তার মতে রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট উপস্থাপন।উইকিপিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ল্যারি স্যাঙ্গার মনে করেন, গ্রোকিপিডিয়া জনপ্রিয় হয়ে উঠলে উইকিপিডিয়ার প্রভাব কমে যেতে পারে। তবে আরেক সহপ্রতিষ্ঠাতা জিমি ওয়েলস এ ধারণা নাকচ করেছেন। তিনি বলেন, ‘আমরা এমন স্বেচ্ছাসেবকদের নিয়ে কাজ করি যারা শান্তভাবে, তথ্যভিত্তিকভাবে ও যত্ন নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করেন।’উইকিমিডিয়া ফাউন্ডেশনের এক মুখপাত্র বলেন, ‘২০০১ সাল থেকে উইকিপিডিয়া ইন্টারনেট জ্ঞানের মেরুদণ্ড। স্বচ্ছ নীতিমালা, স্বেচ্ছাসেবকদের তত্ত্বাবধান ও নিয়মিত উন্নয়নই এর শক্তি।’তবে গ্রোকিপিডিয়াকে ঘিরে বিতর্কও কম হয়নি। ইলোন মাস্কের এআই টুল গ্রোক আগে তুরস্কে আপত্তিকর মন্তব্যের জন্য সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছিল। কিছু প্রম্পটে এটি নাৎসি নেতা অ্যাডলফ হিটলারকে প্রশংসাও করেছিল। মাস্ক অবশ্য দাবি করেন, এটি ছিল প্রযুক্তিগত ত্রুটি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরিচালিত সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, ইলোন মাস্ক টুইটার (বর্তমানে এক্স) কেনার পর প্লাটফর্মটিতে ঘৃণাবাচক বক্তব্য ও স্প্যামবটের কার্যক্রম বেড়েছে। গবেষকদের মতে, কনটেন্ট নিয়ন্ত্রণ কমে যাওয়ায় এ প্রবণতা আরো দ্রুত ছড়াচ্ছে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, উইকিপিডিয়া এখনো তার স্বচ্ছ নীতিমালা, স্বেচ্ছাসেবী সম্পাদনা পদ্ধতি ও শক্তিশালী তদারকি কাঠামোর কারণে অনলাইন তথ্যের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হিসেবে টিকে আছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়