২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

নড়াইল-মাগুরা সীমান্তে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

রেজাউল করিম, লোহগড়া
নড়াইলের সীমান্তঘেঁষা মাগুরা-২ আসনে মনোনয়ন পাওয়া না-পাওয়ার দ্বন্দ্বে বিএনপির দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে মাগুরার মোবারকপুর ও নড়াইলের চাকুলিয়া গ্রামে দুই দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১২ জনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারসহ নানা ইস্যুতে মাগুরার মোহাম্মদপুর উপজেলার মোবারকপুর, মশাখালি এবং নড়াইলের লোহাগড়া উপজেলার চাকুলিয়া গ্রামের দুই পক্ষের বিরোধ দীর্ঘদিনের। সম্প্রতি এই বিরোধ বিএনপির মনোনয়নকে ঘিরে তীব্র আকার ধারণ করে। বিবাদমান পক্ষ দুটি মশাখালি গ্রামের তৌহিদুর মেম্বার ও মোবারকপুরের কাইজার মোল্যা একপক্ষে, অপরপক্ষে মোবারকপুরের নজরুল মোল্যা ও মশাখালির আলমগীর ফকিরের নেতৃত্বে অবস্থান নেয়। তারা বিএনপির নিতাই রায় চৌধুরী ও রবিউল ইসলাম নয়নের সমর্থনে বিভক্ত হয়ে পড়ে। গত সোমবার রাতে বিএনপি ২৩৭ আসনের মনোনয়ন চূড়ান্ত করলে মাগুরা-২ আসনে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী মনোনয়ন পান। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। প্রথম দফায় সোমবার রাতেই সংঘর্ষে তিনজন আহত হন। এর জের ধরে মঙ্গলবার সকালে উভয় পক্ষ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে, এতে অন্তত ১৫ জন আহত হন। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন শান্ত রয়েছে। লোহাগড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাকুলিয়া গ্রামের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে আছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়