১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
যশোরের মণিরামপুর উপজেলার বাকোশপোল মোড় এলাকায় ট্রলির সঙ্গে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে মণিরামপুর-ঝিকরগাছা সড়কে এ দূর্ঘটনা ঘটে।নিহতেরা হলেন- মণিরামপুর উপজেলার চাঁনপুর-মাঝিয়ালী গ্রামের রণজিৎ কুমার দাস (৪৯) ও তার স্ত্রী পাপিয়া দাস (৪২)। রনজিৎ কুমার দাস বাজিতপুর মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক ও পাপিয়া দাস মণিরামপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেকানিক ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান- সকালে পাপিয়া দাসকে নিয়ে মণিরামপুর বাজার থেকে মোটর সাইকেল যোগে রোহিতার উদ্দেশে যাচ্ছিলেন স্বামী রনজিৎ দাস। পথে বাকোশপোল মোড় এলাকায় পৌছুলে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে তাঁদের বহনকারী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তাঁরা গুরুত্বর আহত হন। স্থানীয়দের সহযোগীতায় মণিরামপুর ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদেরকে মৃত ঘোষনা করেন। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন- দূর্ঘটনাকবলিত ট্রলি ও মোটরসাইকেল থানা হেফাজতে নেওয়া হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়