১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

চৌগাছায় গোয়ালঘরে আগুন তিন গরু পুড়ে মারা গেছে

নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছা উপজেলার মির্জাপুর গ্রামে এক কৃষকের গোয়ালঘরে আগুন লেগে তিনটি গরু পুড়ে মারা গেছে এবং দুইটি গরু গুরুতর দগ্ধ হয়েছে। রোববার (৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে এঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে কহিনুর মল্লিক (৪৫),এর বসতবাড়ির দক্ষিণ পাশে টিনসেট গোয়ালঘরে হঠাৎ আগুন লাগে। এতে গোয়ালঘরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। গোয়ালে থাকা ১০টি গরুর মধ্যে গাভী ৪টি, বাছুর ২টি ও ষাঁড় ৪টি ছিল। এর মধ্যে ৩টি গরু পুড়ে মারা যায়, ২টির শরীরের অধিকাংশ অংশ পুড়ে গেছে এবং ৫টি গরু এখনও নিখোঁজ রয়েছে।
অগ্নিকাণ্ডে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে চৌগাছা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। চৌগাছা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়