১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

দীর্ঘদিন পর শীর্ষস্থান নিয়ে মার্শেই-পিএসজির হাড্ডাহাড্ডি লড়াই

প্রতিদিনের ডেস্ক
ফরাসি ফুটবল ভক্তরা সম্ভবত এমন দিনের অপেক্ষায় ছিলেন বহু বছর ধরে। শনিবার রাতে একই দিনে লিগ টেবিলের শীর্ষস্থানে দেখা গেল দুই ফরাসি চিরপ্রতিদ্বন্দ্বী প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও অলিম্পিক মার্শেইকে!দিনের প্রথম ম্যাচে ইংলিশ ফরোয়ার্ড ম্যাসন গ্রিনউডের জোড়া গোলে নিসকে ৫-১ গোলে উড়িয়ে দেয় মার্শেই। দলের হয়ে জোড়া অ্যাসিস্টের পাশাপাশি একটি গোল করেছেন গেবনের তারকা ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক আউবামেয়াং। এছাড়া একটি করে গোল পেয়েছেন ব্রাজিলিয়ান ইগর পাইক্সাও ও মার্কিন ফুটবলার থিমোথি উইয়াহ।কোচ রবার্তো ডি জেরোবির অধীনে মার্সেই তাদের শেষ দশটি লিগ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে, আটটি জয় এবং একটি ড্র তুলে নিয়েছে। এই জয়ে কিছুক্ষণের জন্য শীর্ষস্থানে উঠে যায় মার্শেই।এতে অস্বস্তিকর অবস্থায় পড়লেও লুইস এনরিকের পিএসজি ঘুরে দাঁড়াতে সময় নেয়নি। রাতের অপর এক ম্যাচে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সে লে হার্ভেকে ৩–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নরা শুধু জয়ই পায়নি টানা আট ম্যাচ অপরাজিত থাকার ধারাও লম্বা করেছে।দলের হয়ে একটি করে করেছেন লি কাং-ইন, জোয়াও নেভেস ও ব্রাডলি বারকোলা। তবে স্কোরলাইন যত সহজ মনে হোক, ম্যাচটা মোটেও একতরফা ছিল না। পিএসজির গোলরক্ষক লুকাস শেভালিয়ে একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে বাঁচিয়েছেন।এই জয়ে মার্সেই ও লরিয়েন্তের থেকে দুই পয়েন্ট এগিয়ে ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগ আঁর শীর্ষে ফিরল পিএসজি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়