১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

মার্কিন সতর্কতার পর ভেনেজুয়েলায় আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের হিড়িক

প্রতিদিনের ডেস্ক:
যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (এফএএ) ভেনেজুয়েলার আকাশপথে ফ্লাইট চলাচলের ঝুঁকি নিয়ে প্রধান বিমান সংস্থাগুলোকে সতর্ক করার পর দেশটিতে তাদের ফ্লাইট বাতিল করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স।রবিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪ এবং সিমন বলিভার মাইকেটিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইট জানিয়েছে, শনিবার ব্রাজিলের গোল, কলম্বিয়ার অ্যাভিয়াঙ্কা, চিলির লাতাম, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ক্যারিবিয়ান এয়ারলাইনস এবং ট্যাপ এয়ার পর্তুগাল কারাকাস থেকে ফ্লাইটগুলো বাতিল করেছে।ট্যাপ এয়ার পর্তুগাল শনিবার ও আগামী মঙ্গলবারের ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করে জানায়, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তায় স্পষ্ট করা হয়েছে যে ভেনিজুয়েলার আকাশপথে নিরাপত্তা নিশ্চয়তা নেই।কলম্বিয়ার বিমান নিয়ন্ত্রক সংস্থা অ্যারোনটিকা সিভিল এক বিবৃতিতে জানায়, মাইকেটিয়া এলাকার নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং সামরিক কার্যক্রম বৃদ্ধির কারণে সেখানে ফ্লাইট পরিচালনায় ‘সম্ভাব্য ঝুঁকি’ তৈরি হয়েছে।স্পেনের ইবেরিয়াও সোমবার থেকে কারাকাসগামী ফ্লাইট স্থগিত করেছে এবং পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। তবে শনিবার নির্ধারিত কারাকাস–মাদ্রিদ ফ্লাইটটি স্বাভাবিকভাবে ছেড়ে গেছে। অন্যদিকে, কোপা এয়ারলাইনস এবং উইঙ্গো শনিবার তাদের নির্ধারিত ফ্লাইট পরিচালনা করেছে।এফএএ তাদের সতর্কবার্তায় জানায়, ভেনেজুয়েলা ও আশপাশের অঞ্চলে ‘নিরাপত্তাহীনতা বাড়ছে এবং সামরিক তৎপরতা বেড়েছে’, যা যেকোনো উচ্চতায় উড়োজাহাজ চলাচলে ঝুঁকি তৈরি করতে পারে।সাম্প্রতিক মাসগুলোতে এই অঞ্চলে ব্যাপক মার্কিন সামরিক উপস্থিতি দেখা গেছে, যার মধ্যে রয়েছে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় বিমানবাহী রণতরি, অন্তত আরও আটটি যুদ্ধজাহাজ এবং এফ-৩৫ বিমান।ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সতর্ক করে দিয়েছেন যে, ট্রাম্প প্রশাসন কারাকাসের বিরুদ্ধে বাগাড়ম্বর বাড়ানোর পাশাপাশি তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য সামরিক শক্তি ব্যবহার করতে পারে, যার মধ্যে মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগও রয়েছে।ক্যারিবীয় সাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে জাহাজের ওপর চলমান আক্রমণে মার্কিন বাহিনী জড়িত। সেপ্টেম্বরের শুরু থেকে যুক্তরাষ্ট্র প্রায় ২০টি নৌযানে আক্রমণ করেছে, যার মধ্যে ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এসব ঘটনায় মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে।কিন্তু মার্কিন সামরিক বাহিনী এমন কোনো প্রমাণ দেখাতে পারেনি যে, এসব জাহাজ এবং তাদের যাত্রীরা অপরাধমূলক কার্যকলাপে জড়িত ছিল বা যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি ছিল। ফলে আইন বিশেষজ্ঞরা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জলসীমায় প্রকাশ্যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালানোর অভিযোগ এনেছেন। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার২৪ জানিয়েছে, ভেনেজুয়েলার আকাশসীমা দিয়ে উড়ে যাওয়ার আগে মার্কিন বিমান সংস্থাগুলোকে এখন থেকে এফএএ-কে ৭২ ঘণ্টা আগে নোটিশ দিতে হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়