প্রতিদিনের ডেস্ক
নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ আওরাকি (মাউন্ট কুক) থেকে পড়ে দুই পর্বতারোহীর মৃত্যু হয়েছে। দুর্গম ও বিপজ্জনক ভূপ্রকৃতির জন্য পরিচিত এই পর্বতটি দেশটির সবচেয়ে ঝুঁকিপূর্ণ আরোহন পথগুলোর একটি।মৃত দুই আরোহীর নাম এখনো প্রকাশ করা হয়নি। তবে নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতদের একজন ছিলেন আন্তর্জাতিকভাবে পরিচিত একজন অভিজ্ঞ পর্বতগাইড।
চার সদস্যের একটি দল ৩ হাজার ৭২৪ মিটার উচ্চ শিখরে ওঠার চেষ্টা করছিল। সোমবার রাতে জরুরি সহায়তা চাওয়ার পর মঙ্গলবার ভোরে হেলিকপ্টার দিয়ে বাকি দুই আরোহীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। কয়েক ঘণ্টা পর উদ্ধারকারীরা দুই আরোহীর মরদেহ খুঁজে পায়। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গম আলপাইন পরিবেশের কারণে মরদেহ উদ্ধারের কাজ অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়।দক্ষিণ দ্বীপজুড়ে বিস্তৃত সাউদার্ন আল্পস পর্বতমালার সর্বোচ্চ চূড়া মাউন্ট কুক। বড় হিমধস, গভীর ফাটল এবং অনিশ্চিত আবহাওয়ার কারণে অভিজ্ঞ আরোহীদের জন্যও এই শৃঙ্গে পৌঁছানো কঠিন।প্রায় এক বছর আগে যুক্তরাষ্ট্র ও কানাডার তিন পর্বতারোহী এই পর্বতে নিখোঁজ হন। কয়েকদিনের অনুসন্ধানেও তাদের খুঁজে পাওয়া যায়নি।
দেশটির কর্তৃপক্ষ পরে তাদের মৃত ঘোষণা করে। প্রতিকূল আবহাওয়া অনুসন্ধান কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল।ক্লাইম্বএনজেডের তথ্যানুসারে, মাউন্ট কুক জয়ের চেষ্টায় কয়েক দশক ধরে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। প্রায় প্রতিটি আরোহন মৌসুমেই অন্তত একজনের মৃত্যু ঘটে।
সূত্র : বিবিসি

