কালিগঞ্জ সংবাদদাতা
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (৩০ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মইনুল ইসলাম খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব আব্দুর রউফ, জামাায়াতর সেক্রেটারি আব্দুর রউফ, মোশারফ হোসেন, মোস্তফা আখতারুজ্জামান পল্টু, চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, চেয়ারম্যান সাফিয়া পারভিন, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, আমির হামজা, মারুফ হাসান, সুপার মাওলানা শফিউল্লাহ, উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ইনচার্জ খায়রুল আলম প্রমূখ।

