১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

খুবিতে আন্তর্জাতিক সম্মেলনের প্রসিডিংস প্রকাশ করলো এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন

খুবি সংবাদদাতা
খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের উদ্যোগে ২০২৪ সালের ২ ও ৩ মার্চ অনুষ্ঠিত ২য় আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপিত পেপারগুলো দীর্ঘ পর্যালোচনা শেষে প্রসিডিংস আকারে আজ প্রকাশিত হয়েছে। এই প্রসিডিংসে মোট ২২টি গবেষণা প্রবন্ধ স্থান পেয়েছে, যার মধ্যে ৮টি বিদেশি গবেষকদের।
দেশ-বিদেশের মোট ১৫ জন বিশেষজ্ঞ রিভিউয়ারের কঠোর মূল্যায়নের মাধ্যমে নির্বাচিত এসব গবেষণাপত্র পরিবেশবিজ্ঞান, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা-সংক্রান্ত নতুন জ্ঞান ও গবেষণার গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হচ্ছে। ৩০ নভেম্বর (রবিবার) বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম তাঁর কার্যালয়ে এই প্রসিডিংসের মোড়ক উন্মোচন করেন। তিনি আন্তর্জাতিক সম্মেলনের গবেষণা প্রবন্ধ নিয়ে প্রসিডিংস প্রকাশকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা-অগ্রযাত্রার একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ মুজিবর রহমান, ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. আবুল কালাম আজাদ, আন্তর্জাতিক সম্মেলনের অর্গানাইজিং সেক্রেটারি প্রফেসর ড. মোঃ আবদুল্লাহ হারুন চৌধুরী, প্রফেসর ড. মাসুদুর রহমান, সহযোগী অধ্যাপক ড. নাজিয়া হাসান, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী অধ্যাপক সাধন চন্দ্র স্বর্ণকার ও সহকারী অধ্যাপক সাদিয়া ইসলাম মৌ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়