১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

নিখোঁজের চার দিন পর কপোতাক্ষ নদ থেকে যুবকের লাশ উদ্ধার

মাজহারুল ইসলাম মিথন, পাইকগাছা
খুলনার পাইকগাছায় কাটিপাড়াস্থ কপোতাক্ষ নদের খেরসা ব্রীজের নিকট থেকে দীনেশ দাস (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। সে উপজেলার পুরাইকাটী গ্রামের গৌর দাসের ছেলে। গত ২৬ নভেম্বর বাড়ি থেকে নিখোঁজ হন। রোববার দুপুর ১ টার দিকে স্থানীয়রা নদীর তীরে লাশটি দেখে পুলিশকে খবর দিলে নৌ-পুলিশ লাশটি উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে নৌ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এসআই রবিউল ইসলাম জানান। তিনি আরও জানান, লাশটি সেখানে ভেসে এসেছে । পঁচে গলে যাওয়ায় কি কারণে মারা গেছে তার আলামত চিহ্নিত করা যায়নি। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়