১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

পাকিস্তান-আফগানিস্তান-মিয়ানমারে দূতাবাস বন্ধ করছে ফিনল্যান্ড

প্রতিদিনের ডেস্ক:
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কৌশলগত ও কার্যক্রমগত কারণে আগামী বছর (২০২৬ সাল) এই পাকিস্তান, আফগানিস্তান ও মিয়ানমারে অবস্থিত তাদের দূতাবাস বন্ধ করার পরিকল্পনা রয়েছে।মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং ফিনল্যান্ডের সঙ্গে সীমিত বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।মন্ত্রণালয় আরও জানিয়েছে, একই সময়ে কিছু স্থানে বাণিজ্যিক অফিস খোলারও পরিকল্পনা রয়েছে। যেখানে আগে বিজনেস ফিনল্যান্ডের অফিস ছিল।পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিতভাবে দেশের দূতাবাস নেটওয়ার্কের কার্যকারিতা পর্যালোচনা করে। চলতি বছর দূতাবাস নেটওয়ার্ক নিয়ে কৌশলগত পর্যালোচনা শুরু করা হয়েছে, যা ফিনল্যান্ডের বিদেশ ও নিরাপত্তা নীতি এবং রফতানি সম্প্রসারণের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভাল্টোনেন বলেন, আমরা আমাদের দূতাবাস নেটওয়ার্ককে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নিয়মিতভাবে উন্নয়ন করব। এই পরিবর্তনগুলো আমাদেরকে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক ফিনল্যান্ড গড়তে এবং বহির্বিশ্ব সম্পর্ক আমাদের অগ্রাধিকার অনুযায়ী পরিচালনা করতে সাহায্য করবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়