১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

বেনাপোল স্থলবন্দরে স্থানীয় স্বাস্থ্যকর্মীর সহায়তায় স্বাস্থ্য ক্যাম্পেইনের উদ্বোধন

বেনাপোল সংবাদদাতা
এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এই স্লোগানে বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে স্থানীয় স্বাস্থ্যকর্মীর সহায়তায় স্বাস্থ্য ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন,বন্দর পরিচালক মোঃ শামীম হোসেন। রবিবার (৩০ শে নভেম্বর ২০২৫) সকাল ১১ টার সময় বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনালে নতুন বাংলাদেশ গড়ার লক্ষো বেনাপোল স্থলবন্দরের আয়োজনে এবং ডা. ফাহমিদা এশা’র পরিচালনায় শ্রমিকদের এ স্বাস্থ্য ক্যাম্পেইন শুরু হয়। এবং এ স্বাস্থ্য ক্যাম্পেইন বিকাল সাড়ে তিন টা পর্যন্ত চলবে বলে জানান। উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক),মোঃ শামীম হোসেন। আরও উপস্থিত ছিলেন,বেনাপোল স্থলবনেেরের মেডিকেল অফিসার ডা. ফাহমিদা এশা, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী সহ স্থলবন্দরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিকরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়