১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

অভিনেত্রী শিরীনের প্রশংসায় পঞ্চমুখ জিতু

প্রতিদিনের ডেস্ক
‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে নায়িকা বদলের পর অবশেষে পর্দার সামনে এলেন শিরীন পাল। অপর্ণা চরিত্রে দিতিপ্রিয়া রায়ের জায়গায় তাকে দেখতে মুখিয়ে ছিল দর্শক। আর প্রথম দিনেই সহ-অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন অভিনেতা জিতু কামাল।নানা বিতর্কের পর এই ধারাবাহিকের পথচলা শুরু হলেও, প্রথম দিনেই শিরীনকে একেবারে রোম্যান্টিক লুকে দেখল দর্শক। তবে তাকে নিয়ে সমালোচনা শুরু হতেই সহ-অভিনেত্রীর ঢাল হয়ে দাঁড়ালেন জিতু। শিরীনকে নিয়ে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করে জিতু সমালোচকদের উদ্দেশে দিলেন বিশেষ বার্তা।জিতু কামাল তার নতুন সহ-অভিনেত্রীর সঙ্গে প্রথম দিনের অভিজ্ঞতা ভাগ করে বলেন, ‘সবার জীবনেরই একটা প্রথম দিন থাকে। প্রত্যেকেরই একটা শুরু থাকে। শিরীন নতুন অভিনেত্রী নয়। অনেক বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন পরিণত থিয়েটার শিল্পী।’জিতু আরও লেখেন, ‘উৎসাহিত করতে নাই চাইতে পারেন। দয়া করে নিরুৎসাহিত করবেন না। কাজ দেখে বিচার করবেন। আর আপনাকে কেউ যদি এমনিই গালি দিতে বলেন, সেটা আপনার ব্যক্তিগত পছন্দ। ওকে আশীর্বাদ করুন। ও অসাধারণ। বিশ্বাস করুন আমায়।’টেলিভিশনে নায়িকার ভূমিকায় নতুন হলেও, অভিনয়ে একেবারেই নতুন নন শিরীন পাল। দীর্ঘ সময় ধরে তিনি থিয়েটারের সঙ্গে যুক্ত। ঝাড়গ্রামের বাসিন্দা শিরীন বর্তমানে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তিনি ‘ঝাড়গ্রাম কথাকৃতি’ নামে একটি থিয়েটার দলের সদস্য।কাজ এবং পড়াশোনার কারণে বহুদিন ধরেই তিনি কলকাতায় থাকেন। এবার ছোটপর্দায় একেবারে নায়িকার ভূমিকায় দেখা মিলল তার। জিতু-শিরীনের এই নতুন জুটি পর্দায় কতটা সাড়া ফেলে, এখন সেটাই দেখার বিষয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়