কামরুজ্জামান মুকুল, বাগেরহাট
নভেম্বর মাসে দেশের সর্বোচ্চ ৭০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে রেকর্ড করেছে বাগেরহাটের রামপাল ১৩২০ মেগাওয়াট বাংলাদেশ-ভারত মৈত্রী সুপার থার্মাল তাপবিদ্যুৎ কেন্দ্র; যা দেশের মোট বিদ্যুৎ চাহিদার ১১.৫ শতাংশ। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে রামপাল মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র এ তথ্য নিশ্চিত করেছে। তাপবিদ্যুৎ কেন্দ্রের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, গত মাসে দেশে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি জাতীয়ভাবে রেকর্ড স্থাপন করেছে। নভেম্বর মাসে দেশের সর্বোচ্চ ৭০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে রেকর্ড সৃষ্টি করেছে। এটি দেশের যে কোনো বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে সর্বোচ্চ মাসিক উৎপাদন; যা দেশের মোট বিদ্যুৎ চাহিদার ১১.৫ শতাংশ পূরণ করতে পেরেছে। তিনি বলেন, এ উৎপাদনের মাধ্যমে দেশের শীর্ষ বিদ্যুৎ উৎপাদনকারী হিসেবে রামপাল মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রটি তার অবস্থান আরও শক্তিশালী করেছে। বিদ্যুৎ উৎপাদনে দেশের মধ্যে এই রেকর্ড সৃষ্টিতে কেন্দ্রটির উচ্চ শিল্পক্ষমতা, খাঁটি কয়লার ব্যবহার ও সম্পদ ব্যবস্থাপনা এবং সুষম আর্থিক ও কর্মক্ষম পরিকল্পনা প্রতিফলিত হয়েছে। এর আগে এই কেন্দ্র নিয়মিতভাবে ৬০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করেছে। বাগেরহাটের রামপালে ১৩২০ মেগাওয়াট বাংলাদেশ ভারত মৈত্রী সুপার থার্মাল তাপবিদ্যুৎ কেন্দ্রটির ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিটটি ২০২২ সালের ডিসেম্বর থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এর প্রায় ১ বছর পর দ্বিতীয় ইউনিট চালুর পর নভেম্বর মাসে প্রথমবার দেশের সর্বোচ্চ ৭০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে রেকর্ড সৃষ্টি করেছে।

