প্রতিদিনের ডেস্ক:
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী মঙ্গলবার বিকেলে মস্কোয় ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনা করবেন বলে ক্রেমলিন জানিয়েছে।এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এমন এক সময়, যখন এর আগে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় কর্মকর্তারা একটি মার্কিন পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন, যা মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধের অবসানের ভিত্তি হিসেবে দাঁড় করাতে চায় ওয়াশিংটন।সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘উইটকফের সঙ্গে বৈঠকটি আগামীকালের জন্য নির্ধারিত হয়েছে। এটি দিনের দ্বিতীয়ার্ধে অনুষ্ঠিত হবে।গত সপ্তাহে পুতিন আবারও মস্কোর চূড়ান্ত দাবিগুলো পুনর্ব্যক্ত করেন—কিয়েভকে রাশিয়ার দাবি করা ভূখণ্ড সমর্পণ করতে হবে, নইলে রুশ সেনাবাহিনী সেগুলো শক্তি প্রয়োগ করে দখল করে নেবে বলে তিনি হুঁশিয়ারি দেন।উইটকফ এর আগেও কয়েকবার ক্রেমলিনে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।মস্কোর সঙ্গে আলোচনায় নিজের অবস্থানের জন্য এই মার্কিন কর্মকর্তা সমালোচনার মুখেও পড়েছেন। যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত প্রাথমিক পরিকল্পনাটি ব্যাপকভাবে ক্রেমলিনের অনেক দাবির প্রতি সহানুভূতিশীল বলে মনে করা হয়েছিল।ইউরোপীয় ইউনিয়ন বলেছে, আগামী সপ্তাহটি ইউক্রেনের জন্য ‘নির্ধারক’ হতে পারে।এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার কিয়েভের জন্য ইউরোপীয় সমর্থন জোরদার করার লক্ষ্যে প্যারিসে অবস্থান করছেন। অন্যদিকে প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসানে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

