প্রতিদিনের ডেস্ক
বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া কাজের ব্যস্ততা থেকে বিরতি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতে নিক জোনাস ও মেয়ে মালতি মেরিকে নিয়ে থ্যাংকসগিভিং উদযাপনের কিছু ঝলক সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।
রোববার (৩০ নভেম্বর) সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট দিয়েছেন প্রিয়াংকা চোপড়া। সেখানে দেখা গেছে, অভিনেত্রী, স্বামী নিক জোনাস ও মেয়ে মালতি একসঙ্গে সময় কাটাচ্ছেন। কিছু ছবিতে দেখা যায় মালতিকে বন্ধুদের সঙ্গে খেলছে। অভিনেত্রী একটি ছোট ভিডিও শেয়ার করেন, যেখানে মালতির মুখ দেখানো হয়নি, তবে তার মিষ্টি গলার গান শোনানো হয়েছে।
আরেক ক্লিপে মালতিকে চক দিয়ে মেঝেতে নিজের নাম লিখতে দেখা যায়। এক ছবিতে ছোট্ট মালতি উৎসাহ নিয়ে হুইপড ক্রিমও তৈরি করছে। আবার কোথাও দীর্ঘ টেবিলে পরিবার-বন্ধুদের সঙ্গে থ্যাংকসগিভিং ডিনারে ব্যস্ত সবাই। খেলাধুলার মজাও বাদ যায়নি পরিবারের সঙ্গে ডার্টস খেলতে খেলতেই বুল’স আই হিট করে আনন্দে নেচে ওঠেন প্রিয়াংকা।প্রিয়াংকার শেয়ার করা ছবি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এ নিয়ে নেটিজেনদের মাঝে আলোচনার ঝড় ওঠে।
সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন প্রিয়াংকা চোপড়া। তিনি লিখেছেন, অল্প সময়ের জন্য বাড়ি ফিরেছি। কখনো কখনো চারপাশের ভালোবাসা, সৌন্দর্য আর বিস্ময়ে মুগ্ধ হয়ে যাই। এই থ্যাংকসগিভিংয়ে আমি কৃতজ্ঞ স্বাস্থ্য, আনন্দ, একসঙ্গে থাকা এবং জীবনের ছোট ছোট সহজ আনন্দের জন্য। তিনি বলেন, পরিবার, বন্ধু, টিম— সবাইকে ধন্যবাদ জানাই, যারা এই পাগলাটে যাত্রাকে সহজ করে তোলে। অনেক দিন পর বাড়ি ফিরে অনুভব করছি— প্রিয় মানুষের মাঝে থাকার আনন্দের মতো আর কিছু নেই।
উল্লেখ্য, প্রিয়াংকা চোপড়া খুব শিগগির ভারতীয় সিনেমায় ফিরছেন। দক্ষিণী পরিচালক এসএস রাজামৌলির ‘বারানসি’ সিনেমায় দেখা যাবে তাকে। এতে তার বিপরীতে আছেন দক্ষিণী অভিনেতা মহেশ বাবু। আরও থাকবেন প্রিথ্বীরাজ সুকুমারন। সিনেমাটি ২০২৭ সালে মুক্তি পাবে।
এ ছাড়া প্রিয়াংকার হাতে রয়েছে অ্যাকশন ড্রামা ‘দ্য ব্লাফ’, যেখানে সহশিল্পী হিসেবে আছেন কার্ল আর্বান, ইসমাইল ক্রুজ কর্ডোভা, সাফিয়া ওকলি-গ্রিন ও তেমুয়েরা মরিসন। ২০২৬ সালে মুক্তি পাবে সেই সিনেমা। এর পাশাপাশি রুশো ব্রাদার্স ব্যাকড ‘সিটাডেল’ সিরিজের নতুন পর্বও প্রিয়াংকার ঝুলিতে রয়েছে।

