১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

ঝিনাইদহে চাঞ্চল্যকর মুরাদ হত্যা মামলা এজাহারভুক্ত আসামি রাহাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহ সদর থানার চাঞ্চল্যকর মুরাদ হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম পলাতক আসামি রাহাত (২৫)কে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬। র‌্যাব জানায়, রোববার রাত সোয়া ১২টার দিকে র‌্যাব-৬–এর সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার উদয়পুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মুরাদ হত্যা মামলার অন্যতম পলাতক আসামি রাহাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাহাত ঝিনাইদহ সদর উপজেলার পবহাটি গ্রামের ইউনুচ লস্করের ছেলে। এজাহার সূত্রে জানা যায়,প্রায় দশ দিন আগে মুরাদের বাবা মারা গেলে তিনি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে জিলাপি বিতরণ করেন। এ সময় মামলার আসামি আলম মন্তব্য করেন“তোর বাবার মিলাদে জিলাপি না দিয়ে ভিক্ষা করে খানার আয়োজন করতে পারলি না?”এই মন্তব্যকে কেন্দ্র করে মুরাদ ও আলমের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে গত ২৯ নভেম্বর সন্ধ্যায় পবহাটি সিটি মোড়ে দাউদের সিমেন্টের ঘরে বসে থাকা অবস্থায় রাহাতসহ অন্যান্য আসামিরা মুরাদের ওপর অতর্কিত হামলা চালায়। চাকু, হাতুড়ি ও লাঠিসোটা দিয়ে মারাত্মকভাবে আঘাত করলে ঘটনাস্থলেই মুরাদ নিহত হন। ঘটনার পরদিন নিহত মুরাদের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে রাহাতসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা করেন। গ্রেপ্তারকৃত রাহাতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়