১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগের আয়োজনে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান।
বিশেষ অতিথির বক্তব্য দেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. ইঞ্জি.মো.আমজাদ হোসেন। তিনি শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন, গবেষণায় অংশগ্রহণ এবং সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত থাকার আহ্বান জানান। অনুষ্ঠানকে সফল করতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা সম্মিলিতভাবে কাজ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিই বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী মো. সাফি এবং আব্দুল্লাহ-আল-নোমান। সন্ধ্যায় বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিভার পরিচয় তুলে ধরেন। অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীরা মেতে ওঠেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়