১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যুক্তরাষ্ট্রের হুমকিতে পালাননি মাদুরো, দেখা দিলেন অবশেষে

প্রতিদিনের ডেস্ক
ট্রাম্পের হুমকিতে পালাননি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে কয়েকদিন ধরে তার নিখোঁজ থাকার গুজব ডালপালা মেলছিল। তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে রোববার (৩০ নভেম্বর) দেখা দিয়েছেন ভেনেজুয়েলান প্রেসিডেন্ট।এদিন রাজধানী কারাকাসে এক বাৎসরিক কফি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মাদুরো। গত বুধবারের পর এটি তার প্রথম প্রকাশ্য উপস্থিতি।এর আগে টেলিগ্রামে গাড়ি চালানোর একটি ভিডিও পোস্ট করার পর তাকে জনসমক্ষে আর দেখা না যাওয়ায় জল্পনা শুরু হয়, তিনি কি যুক্তরাষ্ট্রের চাপের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন? তবে সব জল্পনার অবসান ঘটালেন রোববারের অনুষ্ঠানে হাজির হয়ে।অনুষ্ঠানে মাদুরো বিভিন্ন কফির স্বাদ নিয়ে বিচারক হিসেবে পুরস্কার প্রদান করেন। তিনি সেখানে দেশের অর্থনীতি নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং শেষ সময়ে স্লোগান তোলেন, ‘ভেনেজুয়েলা অদম্য, অচ্ছেদ্য, অপরাজেয়’।
যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক সমাবেশ
গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে অন্তত ১৫টি যুদ্ধজাহাজ ও প্রায় ১৫ হাজার সেনা মোতায়েন করেছে। ওয়াশিংটন বলছে, এটি মাদকবিরোধী অভিযান; কিন্তু কারাকাসের দাবি, মাদুরোকে ক্ষমতাচ্যুত করতেই এ পদক্ষেপ।
এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন, তিনি মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেছেন। প্লেনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, কথা হয়েছে। ভালো বা খারাপ— কিছুই বলবো না। শুধু বলবো, এটা একটা ফোনালাপ ছিল।’প্রকাশিত তথ্য অনুযায়ী, ফোনালাপটি হয়েছে চলতি মাসের শুরুর দিকে। মাদুরো বা তার সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ভেনেজুয়েলার দাবি, তেলের দখল চায় যুক্তরাষ্ট্র
মাদুরো তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের প্রধানের উদ্দেশে একটি চিঠিতে অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র বল প্রয়োগ করে ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডার দখল করতে চায়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়ভান গিল পিন্তো ওই চিঠি প্রকাশ করে বলেন, ‘আমাদের প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমরা শেষ পর্যন্ত লড়ে যাবো।’
অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, তাদের অভিযান ও সতর্কতা মাদকবিরোধী নিরাপত্তা অভিযান এবং ‘মাদুরো শাসনের প্রাণঘাতী বিপদের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের সুরক্ষার’ প্রচেষ্টা।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়