১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

শার্শা উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক
যশোর শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে কারণ দর্শনোর নোটিশ দিয়েছে যশোর জেলা বিএনপি। আজ সোমবার জেলা বিএনপি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের স্বাক্ষর করা নোটিশে ৪৮ ঘন্টা মধ্যে লিখিত জবাব দিতে অনুরোধ করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, আপনার (আবুল হাসান জহির ও নুরুজ্জামান লিটন) বিরুদ্ধে দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডসহ দলীয় সিদ্ধান্ত অমান্য করে কাজ করার সুষ্পষ্ট অভিযোগ রয়েছে। সুতরাং আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এর যথাযথ কারণদর্শিয়ে আগামী ৪৮ ঘন্টা মধ্যে একটি লিখিত জবাব দিতে বলা হয়েছে। যশোর জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের নিটক জমা দেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। কারণ দর্শানোর নোটিশে আরো বলা হয়েছে, দলের নেতা কর্মীদের মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল প্রাথমিকভাবে মনোনয়ন প্রাপ্ত প্রার্থীর বিরুদ্ধে কোন ধরনের সভা, সমাবেশ, মিছিল, মটর সাইকেল মহড়া না করার জন্য। মৌখিক নির্দেশ অমান্য করে গত ২৯ নভেম্বর ২৫ তারিখে শার্শায় আপনার (আবুল হাসান জহির ও নুরুজ্জামান লিটন ) অনুসারীরা মহাসড়ক অবরোধ করে প্রার্থীর বিরুদ্ধে সভা, সমাবেশ ও কাফনের কাপড় পরে সড়কে শুয়ে পড়াসহ নানান কার্যক্রম করেছে। ওই নোটিশে আরো বলা হয়েছে, দুঃখজনক বিষয় হল যখন দেশনেত্রীর গুরুতর অসুস্থতার কারণে সকল কর্মসূচী বন্ধ করা হয়েছে। সে সময় বিবেক বিবর্চিত এইসব কর্মসূচী সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে। পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়ে দলের ভাবমুর্তি ক্ষুন্ন করেছে। দায়িত্বশীল পদে থেকে আপনি এর দায়ভার থেকে মুক্ত নন। এসব নিয়ন্ত্রনে ব্যর্থ হওয়ায় কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না পত্র প্রাপ্তির ৪৮ ঘন্টার মধ্যে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের নিকট উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়