১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

নায়িকাদের পারিশ্রমিক নিয়ে কথা বলায় বিতর্কে মাধুরী

প্রতিদিনের ডেস্ক
চলচ্চিত্র দুনিয়ায় নায়ক-নায়িকাদের পারিশ্রমিক বৈষম্য নিয়ে বিতর্ক নতুন নয়। দীর্ঘদিন ধরেই অভিযোগ, অভিনেতাদের তুলনায় অভিনেত্রীরা পান কম পারিশ্রমিক, কম সুযোগ-সুবিধাও। সম্প্রতি আট ঘণ্টার শুটিং শিফট দাবি করে বলিউডে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন দীপিকা পাড়ুকোন।সেই দ্বিমতের মাঝেই এবার সরব হলেন বলিউডের নন্দিত অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তিনি নায়িকাদের পারিশ্রমিক বাড়ানোর দাবি তুলতেই বিষয়টি নিয়ে আবারও উত্তপ্ত সিনেমা অঙ্গন।
মাধুরী দীক্ষিত স্পষ্ট ভাষায় বলেন, ‘শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, বেতন বৈষম্য প্রতিটা কর্পোরেট সেক্টরেই দেখা যায়।’ বলিউডে ক্যারিয়ারের শুরু থেকেই তিনি ছিলেন প্রথমসারির নায়িকা। অনিল কাপুর, সঞ্জয় দত্ত, শাহরুখ খান, সালমান খান, আমির খান- প্রায় সব শীর্ষ নায়কের সঙ্গেই কাজ করেছেন তিনি।
পারিশ্রমিক বৈষম্য নিয়ে তার মন্তব্য- ‘এই বৈষম্য বহুদিনের। সবাই অনেকদিন ধরেই এ বিষয়ে লড়ে যাচ্ছেন। নায়িকাদের পারিশ্রমিক বাড়ানোই উচিত। আমি বলছি না, পুরুষদের তুলনায় বেশি দিতে হবে। কিন্তু কোথাও একটা সমতা থাকা তো দরকার, জানেন তো!’এতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় অনেকে মাধুরীর পক্ষে মত দিচ্ছেন, আবার কেউ কেউ বলছেন- তারকারাই যখন সমতার কথা বলেন, তখন ইন্ডাস্ট্রি আরও বড় পরিবর্তনের মুখ দেখবে।
এতেই শেষ নয়। দীপিকা পাড়ুকোনের দাবি করা আট ঘণ্টার শুটিং শিফট নিয়েও মন্তব্য করেন ‘ধক ধক গার্ল’।তিনি বলেন-“‘মিসেস দেশপাণ্ডে’ ছবির শুটিংয়ে আমরা প্রতিদিনই ১২ ঘণ্টা কাজ করতাম, তার থেকেও বেশি হতে পারে। আমি কাজপাগল মানুষ, তাই বিষয়টাকে অন্যভাবে দেখি। তবে কেউ যদি বলেন- ‘আমি এত ঘণ্টাই কাজ করতে চাই’, তা বলার মতো অবস্থানে তিনি আছেন বলেই বলছেন। সেই নায়িকার জন্য আরও শক্তি কামনা করি।”দীপিকার সঙ্গে সুর মিলিয়ে মাধুরীর আরও সংযোজন- ‘নির্দিষ্ট সময় বেঁধে কাউকে জোর করা উচিত নয়। কাজের সময় বেছে নেওয়া প্রত্যেকের ব্যক্তিগত অধিকার।’
নায়িকাদের পারিশ্রমিক- বৈষম্য থেকে কাজের সময়সীমা- দুই ইস্যুতেই স্পষ্ট অবস্থান নেওয়ায় ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে মাধুরী দীক্ষিত। তার বক্তব্য ইন্ডাস্ট্রির ভেতরকার বৈষম্যকে নতুন করে সামনে এনে দিয়েছে, আর তাতেই তৈরি হয়েছে তুমুল বিতর্ক।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়