নিজস্ব প্রতিবেদক
রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজ মাঠে সোমবার বাদ আসর বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। থানা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ মাহফিলে এলাকার বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষের ঢল নেমে আসে। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা–কর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি স্বতঃস্ফূর্তভাবে দোয়ায় অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যশোর–৪ আসনের প্রার্থী টিএস আইয়ূব বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের প্রতীক; তাঁর অসুস্থতায় মানুষ উদ্বিগ্ন। তিনি দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চান। স্থানীয় আলেম–ইমামদের পরিচালনায় বিশেষ মোনাজাতে খালেদা জিয়ার আরোগ্য, দেশের শান্তি–সমৃদ্ধি ও জনগণের মঙ্গল কামনা করা হয়। অনুষ্ঠানে অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম হায়দার ডালুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

