১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যবিপ্রবির এনএফটি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। তিনি বক্তব্যে শিক্ষার্থীদের পরিশ্রম, বিশ্বাস ও ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। উপাচার্য বলেন, কঠোর পরিশ্রম সফলতার মূল চাবিকাঠি এবং শিক্ষাজীবনে যেকোনো সমস্যায় শিক্ষার্থীদের সরাসরি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ও এনএফটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.শিরিন নিগার। বক্তব্য দেন বিভাগটির সহযোগী অধ্যাপক ড.মো. সাইদুজ্জামান ও সহকারী অধ্যাপক তানভীর আহমেদ। দিনব্যাপী আয়োজনে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ,বিদায়ীদের সম্মাননা স্মারক প্রদান, ফটোসেশনসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়