প্রতিদিনের ডেস্ক
ইকুয়েডরের দুই প্রতিভাবান ফুটবলার এডউইন কুইন্তেরো ও হোলগার কুইন্তেরোকে দলে ভেড়াতে চুক্তি করেছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। ইকুয়েডরিয়ান ক্লাব ইনদেপেন্দিয়েন্তে দেল ভালের দুই প্রতিভাবান ফুটবলারের সঙ্গে এই চুক্তির খবর জানিয়েছে ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন। আগামী ২০২৭ সালের আগস্টে ১৮ বছরে পা দিলেই লন্ডনের ক্লাবটিতে যোগ দিতে পারবেন যমজ দুই ভাই।মাত্র ১৬ বছর বয়সী কুইন্তেরো ভাতৃদ্বয় এই সপ্তাহে লন্ডনে অবস্থান করছেন।আর্সেনালের সঙ্গে প্রাথমিক আনুষ্ঠানিকতা, চুক্তির কাগজপত্রে স্বাক্ষরসহ বাকি প্রক্রিয়াগুলো শেষ করেই পরবর্তী কোনো সময়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। তবে টাকার অংকের বিষয়ে এখনো পরিষ্কার করে কিছু জানায়নি আর্সেনাল।সাম্প্রতিক বছরগুলোতে ভবিষ্যতের সেরা প্রতিভা দলে ভেড়ানোর নীতি গ্রহণ করেছে আর্সেনাল। গত অক্টোবরেই তারা নিশ্চিত করেছিল, ১৬ বছর বয়সী প্রতিভা ভিক্টর ওঝিয়ানভুনা ২০২৭ সালের জানুয়ারিতে ১৮ বছর পূর্ণ করলেই শ্যামরক রোভার্স থেকে ক্লাবে যোগ দেবেন।ইকুয়েডরের সিরি-আ ক্লাব ইনদেপেন্দিয়েন্তে দেল ভালেকে দেশটির ফুটবলার তৈরির অন্যতম কারখানা বলা হয়। এখান থেকেই উঠে এসেছেন চেলসির মোয়েসেস কাসাদো। এই ক্লাব থেকেই আর্সেনালে এবার ঋণে যোগ দিয়েছেন পিয়েরো হিনকাপিয়ে। চেলসিও এই ক্লাব থেকে কেদ্রি পায়েজ ও ডেইনার ওরদোনিয়েজকে দলে টেনে নিয়েছে।
প্রতিযোগিতার এমন বাজারে ইউরোপের আরও অনেক বড় ক্লাবকে হারিয়ে কুইন্তেরো যমজকে দলে আনতে পেরে বেশ উচ্ছ্বসিত আর্সেনাল।সূত্রের দাবি, কুইন্তেরো ভাইদের আর্সেনাল অন্তত এক বছর ধরে নিয়মিতভাবে পর্যবেক্ষণ করেছে। দ্রুতগতির রাইট উইঙ্গার এডউইনকে তুলনা করা হচ্ছে তরুণ নেইমারের সঙ্গে। অপরদিকে হোলগার খেলেন আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে।

