নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার বানিয়ালি গ্রামের প্রবাসী মারুফ হোসেন তাঁর চাচা শাহাবুদ্দিন ও চাচাতো ভাইদের বিরুদ্ধে জমি দখল, হত্যার হুমকি এবং বিদেশযাত্রা ঠেকাতে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টার অভিযোগ করেছেন। এ বিষয়ে তিনি কোতোয়ালি থানায় অভিযোগও দিয়েছেন। অভিযোগে বলা হয়, মালয়েশিয়া প্রবাসে থাকার সুযোগে পরিবারিক সম্পত্তি দখলে চাচা–চাচাতো ভাইরা নানা চক্রান্ত চালিয়ে আসছে। জোরপূর্বক ২ শতক জমি দখলও করে নিয়েছে। দেশে ফিরে জমি বুঝে চাইলে তাঁকে হুমকি দেওয়া হয়। মারুফ জানান, তাঁর মা ও স্ত্রী বাড়িতে থাকেন, তাঁরা সবসময় আতঙ্কে আছেন। তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। কোতোয়ালি থানার এসআই অমৃত লাল বলেন, ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের সঙ্গে কথা হয়েছে। আলোচনায় বসে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

